ওয়েব ডেস্ক: ছাড়তে হবে পাকিস্তান। সাফ জানিয়ে দিল ইসলামাবাদ। দেশ ছাড়ার এই ফরমান যাঁদের উদ্দেশে তাঁরা সকলেই পাক তুর্কি। আর এই ফরমানেই অথৈ জলে পড়েছেন মোট সাড়ে চারশো জন তুর্কি শিক্ষক।
প্রসঙ্গত, জুলাই মাসে সেনা অভ্যুত্থান ঘটেছিল তুরস্কে। আর সেই ভীতি এখনও কাটিয়ে উঠতে পারেননি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তাঁর স্থির বিশ্বাস এই অভ্যুত্থানের 'নাটের গুরু' ফেতুল্লাহ (যিনি একজন ধর্মগুরু)-র সঙ্গে বেশ ভালই যোগাযোগ রয়েছে এইসব পাক-তুরকিদের। আর তাই পাক সরকারের দাবি, তুরস্ক থেকে চাপ দেওয়া হচ্ছে বলেই তারা এই ৪৫০ মানুষকে দেশ ছাড়ার আদেশ দিচ্ছে। এখন এই মানুষগুলোর আশঙ্কায় কাটানোই একমাত্র ভবিতব্য।