জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষা হয়নি! ভারতের 'অপারেশন সিদুঁরে'র পর এবার সেদেশের সশস্ত্র বাহিনীকে যথাযথ পদক্ষেপ করার অনুমতি দিল পাকিস্তান। ভারতের হামলাকে 'অ্যাক্ট অফ ওয়ার' বলে ঘোষণা করেছে ইসলামবাদ। দাবি, এই হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে।
পহেলগাঁও-কাণ্ডের (Pahalgam Terror Attack) পালটা এবার 'অপারেশন সিদুঁর' (Operation Sindoor)। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Terror Attack on Tourists at Pahalgam) বৈসরনে শুরু হয়েছিল পাক জঙ্গিদের অপারেশন। আর তারই প্রত্যাঘাতে ভারত গতকাল গভীর রাতে হামলা চালাল পাকিস্তানে। পাক ও 'পকে' একেবারে বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিঘাঁটিগুলি। সবমিলিয়ে ৯ জায়গায় হামলা নিকেশ ২৫ থেকে ৩০ জঙ্গি।
ভারতের প্রত্যাঘাতে এখন দিশেহারা পাকিস্তান। এরইমধ্যে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন পাকিস্তানের শীর্ষ নেতারা। সেই বৈঠকেই সেনাবাহিনীকে ভারতকে জবাব দেওয়ার অনুমতি দিয়ে দিলেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিবৃতিতে উল্লেখ, ভারতের এই হামলা ' কাপুরুষোচিত, বেআইনি যুদ্ধ'। জঙ্গিদের জেরা নয়, বসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে ভারত। সঙ্গে হুঁশিয়ারি, 'ভারত যেন ক্ষমতা ছোট করে না দেখে'। বস্তুত, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনৈতিককে ডেকে পাঠিয়ে এই হামলার প্রতিবাদ করেছে পাকিস্তান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)