Home> দুনিয়া
Advertisement

ফের দুর্নীতির অভিযোগ, বিপাকে নওয়াজ শরিফ ও তাঁর কন্যা

ফের দুর্নীতির অভিযোগ, বিপাকে নওয়াজ শরিফ ও তাঁর কন্যা

সংবাদ সংস্থা : দুর্নীতির দায়ে আগেই প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। এবার আরও এক দুর্নীতির মামলা রুজু হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়মের বিরুদ্ধে। লন্ডনের একটি সম্পত্তির মালিকানা নিয়েই এই মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

রয়টার্স-এর রিপোর্ট অনুসারে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন নওয়াজ কন্যা মরিয়ম ও তাঁর স্বামী মহম্মদ সফদর। লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার ফলে, হাজির হতে পারেননি নওয়াজ। পাক আদালতে নিজেদের নির্দোষ বলেই দাবি করেছেন নওয়াজ কন্যা।

আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি থাকার অভিযোগে পাক সুপ্রিম কোর্ট চলতি বছরের জুলাই মাসে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে। খোয়াতে হয় প্রধানমন্ত্রীত্ব। তদন্তে উঠে আসে, শুধু নওয়াজই নন, এই একই অভিযোগ রয়েছে তাঁর কন্যা ও জামাইয়ের বিরুদ্ধে। রুজু করা হয়েছে মামলা।

আরও পড়ুন- কান্দাহারে আত্মঘাতী বিস্ফোরণে হত ৪৩ আফগান সেনা

Read More