Home> দুনিয়া
Advertisement

Earthquake in Pakistan: রুষ্ট প্রকৃতিই নষ্ট করছে পাপী পাকিস্তানকে! ৪ দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প! পাকভূমি কি শেষই হয়ে গেল?

4.6 Magnitude Earthquake Hits Pakistan: সোমবার ফের পাকিস্তানে ভূকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৪.৬ মাত্রার ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে। সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে এই ভূকম্প হয়।

Earthquake in Pakistan: রুষ্ট প্রকৃতিই নষ্ট করছে পাপী পাকিস্তানকে! ৪ দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প! পাকভূমি কি শেষই হয়ে গেল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। মাত্র দিনসাতেকের মধ্যে এই নিয়ে তিন বার! প্রথম দুবার যুদ্ধ আবহেই কেঁপে উঠেছিল পাকিস্তান। আর এবার কাঁপল (Earthquake) যুদ্ধ থেমে গিয়ে আলোচনা চালানোর লগ্নে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) এই ভূকম্পের খবরটি নিশ্চিত করে।

আরও পড়ুন: India Pakistan War: পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

আরও পড়ুন: India Pakistan War: পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

এর আগে, শুক্রবার 

এর আগে, শুক্রবার রাত ১ টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তানের একাধিক অংশে। ২৪ ঘণ্টার ব‍্যবধানে শনিবার সকালে দ্বিতীয়বারের জন্য কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪। আর এবার ৪.৬ মাত্রার ভূমিকম্প!

fallbacks

 আজ ৪.৬ 

আজ, সোমবার ফের পাকিস্তানে ভূকম্প অনুভূত হল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই ৪.৬ মাত্রার ভূকম্পের খবর নিশ্চিত করে। আজ, সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে এই ভূকম্প হয়।

শনিবার  ৫.৭

এর আগে শনিবার সকালে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণাকেন্দ্র (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছিল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪। পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিান-সহ বিভিন্ন জেলায় টের পাওয়া গিয়েছিল শনিবারের কম্পন। 

আসলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের এই অংশটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে প্রায়ই ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুটি প্লেটের মাঝে শক্তি সঞ্চিত হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়, যা বারবার এই অঞ্চলে ভূকম্পন ঢেকে আনে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More