অয়ন ঘোষাল: ফের কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। কয়েক দিনের মধ্যে এই নিয়ে তিন বার! প্রথম দুবার যুদ্ধ আবহেই কেঁপে উঠেছিল পাকিস্তান। আর এবার কাঁপল (Earthquake) যুদ্ধ থেমে গিয়ে নানা উত্তর-প্রত্যুত্তরের লগ্নে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) এই ভূকম্পের খবরটি নিশ্চিত করেছে। এবার কাঁপল সাওয়াত।
রবিরাতে কম্পন
আজ, সোমবার ফের পাকিস্তানে ভূকম্প অনুভূত হল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৪.৬ মাত্রার এই ভূকম্পের খবর নিশ্চিত করেছে। রবিবার গভীর রাতে, রাত ১টা ২৬ মিনিট নাগাদ (প্রকারান্তরে সোমবার) এই কম্পন অনুভূত হয়। এর আগে, শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তানের একাধিক অংশে। ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার সকালে দ্বিতীয়বারের জন্য কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪। আর এবার ৪.৬ মাত্রার ভূমিকম্প!
আরও পড়ুন: Gaya City Renamed: এবার থেকে পিণ্ডদানের জন্য আর যেতে হবে না গয়ায়, কারণ শহরটাই আর নেই...
বারবার দুলছে পাকভূমি
এর আগে শনিবার সকালে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণাকেন্দ্র (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছিল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪। পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিান-সহ বিভিন্ন জেলায় টের পাওয়া গিয়েছিল শনিবারের কম্পন।
প্লেট-সংঘাত
আসলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের এই অংশটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে প্রায়ই ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুটি প্লেটের মাঝে শক্তি সঞ্চিত হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়, যা বারবার এই অঞ্চলে ভূকম্পন ঢেকে আনে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)