Home> দুনিয়া
Advertisement

জেইএম জঙ্গিগোষ্ঠীর সাহায্যে জম্মু-কাশ্মীরে হামলার পরিকল্পনা করছে পাকিস্তান আইএসআই

লাগাতার সীমান্তচুক্তি লঙ্ঘনের মাঝেই আবার নতুন বিতর্ক অস্বস্তি বাড়াল ভারত-পাক দুই দেশেরই। মঙ্গলবার প্রকাশিত একটি খবর অনুযায়ী, পাকিস্তানের ইন্টালিজেন্স সার্ভিস অর্থাত্ আইএসআইয়ের মদতে আবার মাথা তুলছে জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদ। এই জঙ্গিগোষ্ঠীই ২০০১ সালে ভারতে সংসদ হামলা ঘটিয়েছিল।

জেইএম জঙ্গিগোষ্ঠীর সাহায্যে জম্মু-কাশ্মীরে হামলার পরিকল্পনা করছে পাকিস্তান আইএসআই

ওয়েব ডেস্ক: লাগাতার সীমান্তচুক্তি লঙ্ঘনের মাঝেই আবার নতুন বিতর্ক অস্বস্তি বাড়াল ভারত-পাক দুই দেশেরই। মঙ্গলবার প্রকাশিত একটি খবর অনুযায়ী, পাকিস্তানের ইন্টালিজেন্স সার্ভিস অর্থাত্ আইএসআইয়ের মদতে আবার মাথা তুলছে জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদ। এই জঙ্গিগোষ্ঠীই ২০০১ সালে ভারতে সংসদ হামলা ঘটিয়েছিল।

ভারতের ফরেন ইন্টালিজেন্স এজেন্সি, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইঙ্গ বা র সূত্রে খবর, জৈশ-ই-মহম্মদের সাহায্যে জম্মু ও কাশ্মীরে হামলার পরিকল্পনা করছে আইএসআই। এর আগে পাকিস্তানে বিভিন্ন জঙ্গি হামলার কারণে পাক এজেন্সির রোষানলে ছিল জেইএম।

২০০২ সালে নিষিদ্ধ হলেও পাকিস্তানে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপে নিযুক্ত ছিল জেইএম।

 

Read More