Home> দুনিয়া
Advertisement

India Pakista War: 'আমরা জানি, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়', হুঙ্কার পাক-প্রধানমন্ত্রীর!

India Pakistan War: কাশ্মীরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ এক জওয়ান।  'এরপর পাকিস্তান কিছু করলে, দায় আমাদের নয়', রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে সাফ জানিয়ে দিল নয়াদিল্লি।  

India Pakista War: 'আমরা জানি, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়', হুঙ্কার পাক-প্রধানমন্ত্রীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'শহিদদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেব'। ভারতকে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বললেন, 'পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। গোটা দেশ সশস্ত্র বাহিনীকে স্যালুট করে'।

আরও পড়ুন:  General Asim Munir on Operation Sindoor: 'শয়তানের আত্মা' ভর করেছে তাঁকে! দেশের সবচেয়ে শক্তিধর এই ব্য়ক্তিই ডোবাচ্ছেন পাকিস্তানকে...

পাক আকাশের 'সিদুঁর'। পহেলগাঁও কাণ্ডে ভারতের প্রত্যাঘাতে ওয়াঘার ওপারে এখন হাহাকার। দিশেহারা পাকিস্তান। গতকাল মঙ্গলবার  পাক ও পকে'  একেবারে বেছে বেছে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ও বিমানবাহিনী। সবমিলিয়ে ৯ জায়গায় হামলা নিকেশ ২৫ থেকে ৩০ জঙ্গি।

আজ, বুধবার সকালে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন পাকিস্তানের শীর্ষ নেতারা। সেই বৈঠকেই সেনাবাহিনীকে ভারতকে জবাব দেওয়ার অনুমতি দিয়েছেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিবৃতিতে উল্লেখ, ভারতের এই হামলা ' কাপুরুষোচিত, বেআইনি যুদ্ধ'। জঙ্গিদের জেরা নয়, বসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে ভারত। সঙ্গে হুঁশিয়ারি, 'ভারত যেন ক্ষমতা ছোট করে না দেখে'। এরপর রাতেই জাতির উদ্দেশ্যে 'বদলা'র হুঙ্কার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে 'অপারেশনের সিদুঁরে'র পর চুপ করে বসে নেই ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, 'এরপর পাকিস্তান কিছু করলে, দায় আমাদের নয়'। বস্তুত, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরা গুলি বর্ষণ শুরু করে দিয়েছে পাক রেঞ্জার্স। শহিদ হয়েছে এক জওয়ান।

আরও পড়ুন:  India Pakistan War: ভারতের ৫ রাফালকে গুলি করে নামাল পাকিস্তান? ঘটনার সত্যতা জানতে চলল জোর সন্ধান, তারপর যা জানা গেল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More