জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। দলের বর্তমান চেয়ারম্যান গহর আলী খান এ মন্তব্য করেছেন।
এ নিয়ে রোববার সংবাদমাধ্যমের সাথে কথা বলেন গহর আলী খান। সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে কথা বলেন গহর আলী। গহর আলী জানান, আগামী ১১ জুন, বুধবার দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জানান, ইমরান খুব শিগগিরিই জেল থেকে মুক্তি পেতে চলেছেন। গহর আলীর ওই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে, ওই দিনই হয়ত কারাগার থেকে ছাড়া পেতে পারেন ইমরান খান।
গহর আলী খান বলেন, 'ইমরানকে ছাড়াই চারটে ঈদ কেটে গেল। তবে উনি খুব শিগগিরই মুক্তি পাবেন। ১১ জুন তারিখটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
এরইমধ্যে শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। সাক্ষাৎকারে একই কথা বলেছেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খান। বিরোধী দলগুলোকে একজোট হয়ে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলা দায়ের হয় ইমরান খানের বিরুদ্ধে। বর্তমানে তিনি পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি। আল কাদির ট্রাস্ট অর্থ দুর্নীতির মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেন ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। তদন্তকারী সংস্থার আবেদনে ওই মামলার শুনানি আগামী ১১ জুন পর্যন্ত পিছিয়ে দেয় পাকিস্তান আদালত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)