Home> দুনিয়া
Advertisement

Operation Sindoor: অপারেশন সিঁদুর ব্যাপক ক্ষতি করেছে, হাটে হাঁড়ি ভাঙলেন পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী

Operation Sindoor: মারিয়মের কাকা ও পকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি ভারতের আঘাতে পাকিস্তানের ক্ষতির কথা গিলতে বাধ্য হয়েছেন। এরপরই মুখ খুললেন মারিয়ম

Operation Sindoor: অপারেশন সিঁদুর ব্যাপক ক্ষতি করেছে, হাটে হাঁড়ি ভাঙলেন পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক সেনা তাদের বিক্রম দেখিয়েছে। ভারতকে পাল্টা আঘাত হেনেছে তারা। এমনটাই বলে বেড়াচ্ছেন পাক রাজনীতিবিদরা। কিন্তু তাদের সেই মিথ্যাচারের হাঁড়ি হাটে ভেঙে দিলেন নওয়াজ শরিফের মেয়ে ও পাক পঞ্জাবের মুখ্য়মন্ত্রী মারিয়ম নওয়াজ শরিফ। তিনি স্বীকার করে নিলেন ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের বিপুল ক্ষতি করেছে। সম্প্রতি পকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির(পিটিআই) কর্মীরা পাক সেনার অফিসের হামলা চালায়। সেই হামলার কথা বলতে গিয়েই তিনি অপারেশন সিঁদুরের কথা টেনে আনেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারনে নিরীহ পর্যটকদের উপরে হামালা চালায় পাক জঙ্গিরা। সেই হামলার পাল্টা হিসেবে ৭ মে পাকিস্তানে ও পাকি অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটিতে আঘাত হানে ভারত। ওই আঘাতের পর ভারতের বিভিন্ন জায়গায় হামলা করে পাকিস্তান। সেইসব আক্রমণ আকাশেই ধ্বংস করে দেয় ভারতের এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু সেসব মানতে নারাজ পাকিস্তান। এবার দেশেরই এক মুখ্যমন্ত্রী সেকথা স্বীকার করে নিলেন।

সারগোদা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মারিয়ম নাওয়াজ বলেন, গত ৯ মে যা হয়েছে তার সঙ্গে গত ৬-৭ মে ভারত পাকিস্তানে যা করেছে তার সঙ্গে খুব বেশি তফাত্ নেই। সেদিক থেকে দেখতে গেল পিটিআই পাকিস্তানের বেশি ক্ষতি করেছে। ওই ক্ষতি আমাদের শত্রুও করতে পারেনি।

আরও পড়ুন-বড় ঘোষণা ক্রীড়া মন্ত্রকের! অলিম্পিক্সের আগেই বিশেষ সুবিধা পাবেন এই খেলোয়াড়রা...

আরও পড়ুন-১৯০ টেস্টের অভিজ্ঞতা! রোহিত-কোহলির পরবর্তী কে?

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ও সেনা স্থাপনার উপরে আঘাত হানে। এ মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির মিলিটারি হেডকোয়ার্টার। ও আঘাত পাকিস্তানের ইতিহাসে এখন কাল দিন। মারিয়ম নওয়াজ বলেছেন ভারত পাকিস্তানের প্রবল ক্ষতি করেছে। মারিয়মের কাকা ও পকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি ভারতের আঘাতে পাকিস্তানের ক্ষতির কথা গিলতে বাধ্য হয়েছেন। এরপরই মুখ খুললেন মারিয়ম। শেহবাজ শরিফ স্বীকার করেছেন ভারতের ব্যালেস্টিক মিসাইল নুর খান এয়ারবেসে আঘাত হেনেছে। জেনারেল আসিফ মুনির রাত আড়াইটেয় ফোন করে সেই খবর তাঁকে দিয়েছেন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More