Home> দুনিয়া
Advertisement

Pakistan secures Asian Development Bank Package: ভারতের আপত্তি উপেক্ষা করেই ফের ৬৮৭২ কোটি ধার 'পয়সা দিয়ে জঙ্গিদের পোষা' পাকিস্তানকে!

India Pakistan Tension: ভারতের প্রবল বিরোধিতা সত্ত্বেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) পাকিস্তানকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ  অনুমোদন করল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ADB জানিয়েছে, এই সহায়তা পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে এবং সরকারি ব্যয় পরিচালনা আরও দক্ষভাবে করতে সহায়তা করবে।

Pakistan secures Asian Development Bank Package: ভারতের আপত্তি উপেক্ষা করেই ফের ৬৮৭২ কোটি ধার 'পয়সা দিয়ে জঙ্গিদের পোষা' পাকিস্তানকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) পাকিস্তানকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। ভারতের প্রবল বিরোধিতা সত্ত্বেও এই সহায়তা অনুমোদন করা হয়েছে। ভারত বরাবরই পাকিস্তানকে যে কোনো ধরনের আন্তর্জাতিক আর্থিক সাহায্য দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- Dilip Ghosh on Mahua Moitra marriage: 'বেশি বয়সে বিয়ে করলেই নানা কথা হয়! উনি ঠিকই করেছেন, সুখে থাকুন', মহুয়াকে শুভেচ্ছা দিলীপের...

এই সহায়তা প্যাকেজটি মূলত পাকিস্তানের সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এতে ৩০০ মিলিয়ন ডলারের একটি নীতিনির্ভর ঋণ এবং ৫০০ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম-ভিত্তিক গ্যারান্টি অন্তর্ভুক্ত রয়েছে।

এই সিদ্ধান্তের এক মাস আগেই পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি আর্থিক প্যাকেজ পেয়েছে, যা ছিল দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ। ADB জানিয়েছে, এই সহায়তা পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে এবং সরকারি ব্যয় পরিচালনা আরও দক্ষভাবে করতে সহায়তা করবে।

আরও পড়ুন- Preity Zinta: ফাইনালে লড়েও হার দলের, তো! ৩৪ বছরে ৩৪ জনকে প্রীতি...

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সন্ত্রাসে মদদের বিষয়টি তুলে ধরে ভারত একাধিক আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার কাছে দেশটির আর্থিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে।সরকারি সূত্র অনুযায়ী, ভারত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর পাকিস্তানকে ৮০০ মিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ নিয়ে আপত্তি তুলেছে। ভারতের আশঙ্কা, এই অর্থ উন্নয়নের বদলে সামরিক খাতে ব্যয় হতে পারে।

ভারত জানিয়েছে, পাকিস্তান অর্থনৈতিক সংস্কারে বারবার ব্যর্থ হয়েছে এবং দেশটির সামরিক বাহিনী অর্থনীতিতে অস্বাভাবিকভাবে প্রভাব বিস্তার করছে। পাশাপাশি FATF-এর সন্ত্রাসবিরোধী নির্দেশনাও পাকিস্তান কার্যকরভাবে মানেনি। ভারত পাকিস্তানকে আবার FATF-এর ‘গ্রে লিস্ট’-এ ফেরানোর জন্যও পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More