জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল নিয়ে বেকায়দায় পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ফোঁস করতে গিয়ে দিল্লির সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে পাকিস্তান। ফলে এবার ওষুধ নিয়ে ঘোর সমস্যায় পড়তে চলেছে পাকিস্তান। কারণ ভারত থেকে বিপুল পরিমাণে ওষুধ তৈরির কাঁচামাল আমদানি করত পাকিস্তান। সেইসব কাঁচামালের কী হবে তা নিয়ে পাক সরকার সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের কাছে কোনও নির্দেশিকা নেই। ফলে মনে করা হচ্ছে এবার পাকিস্তানে ওষুধের বিপুল ঘাটতি দেখা দিতে পারে।
জিও নিউজের খবর অনুযায়ী পাকিস্তানে ওষুধ তৈরির ৩০-৪০ শতাংশ কাঁচামাল যায় ভারত থেকে। এছাড়াও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টও যায় ভারত থেকে। ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তান জানিয়েছে যদিও সরকার এনিয়ে কোনও সরকারি ঘোষণা দেয়নি তবে সমস্যা সমাধানের রাস্তা তৈরি রয়েছে।
পাক সংবাদমাধ্যমের খবর, ওষুধের জন্য এবার পাকিস্তান চিন, রাশিয়া ও ইউরোপের দেশগুলির উপরে নির্ভর করবে। ড্রাগ কন্ট্রোলের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০১৯ সালে একটা সংকট হয়েছিল। তার পর থেকে আমরা এর মোকাবিলায় রাস্তা তৈরি রেখেছি।
আরও পড়ুন-ভয়াবহ বিস্ফোরণে মর্মান্তিক বিপর্যয়! বাড়ছে মৃতের সংখ্যা, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যাও!
পাকিস্তানের ড্রাগ কন্ট্রোল বোর্ডের এখন লক্ষ্য হল ক্যানসার, সাপে কামড়ানোর ওষুধ, অ্য়ান্টিবায়োটিক মজুত করা। বাণিজ্য বাতিল করার পর এখনও যদি কোনও ব্যবস্থা নেওয়া না হয়ে তাহলে ঘোর সঙ্কটে পড়বে গোট দেশ। এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-সাত জেলায় কালবৈশাখির সতর্কতা! দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! উত্তরবঙ্গে?
উল্লেখ্য, পাকিস্তানের ওষুধ মার্কেটে বেশ খানিকটা ওষুধ আসে চোরাপথে ভারত থেকে। সেইসব ওষুধ পাক বাজারে যায় আফগানিস্তান, ইরান ও দুবাই থেকে। বৃহস্পতিবার পাক ওষুধ কোম্পানিগুলির একটি প্রতিনিধি দল ওষুধকে বাণিজ্য ব্যান তুলে দিতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)