Home> দুনিয়া
Advertisement

Bangladesh: অস্ত্র দেখিয়ে গোরু ছিনতাইয়ের চেষ্টা, কুরবানির পশু রক্ষা করতে হিমশিম ব্যবসায়ী

Bangladesh: গোরু ছিনতাই করতে হাজির সাবেক কাউন্সিলর। আতঙ্কিত ব্যবসায়ী শেষপর্যন্ত গিয়েছেন পুলিসের কাছে

Bangladesh: অস্ত্র দেখিয়ে গোরু ছিনতাইয়ের চেষ্টা, কুরবানির পশু রক্ষা করতে হিমশিম ব্যবসায়ী

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গরুর খামার থেকে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গরু ছিনিয়ে নেওয়ার সময় খামার মালিককে মারধর করলে আশপাশে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ওই ঘটনায় ভুক্তভোগী খামারীর মালিক খন্দকার আনিসুর রহমান ঢাকার মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সকালে ঢাকার মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় ওই ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী খন্দকার আনিসুর রহমান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান, আমি ঢাকার বসিলা ৪০ ফিট এলাকায় গরু বিক্রি করার জন্য গরুর খামারে বসে ছিলাম। ওই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের হত্যা মামলার আসামি তার দলবল নিয়ে আমার গরুর খামারে প্রবেশ করে। অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এতে আমি বাধা দিলে আমার কলার ধরে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আমি আমার খামার ব্যবসা কীভাবে করি তা দেখে নেবে বলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন-শুভেন্দু গড়ে ফের ফুটল ঘাসফুল! কাঁথিতে সমবায় নির্বাচনে এবার...

আরও পড়ুন-বেঙ্গালুরুর বিজয় উল্লাসে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, কোন গুজবে এমন হুড়োহুড়ি জনতার

সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে ধস্তাধস্তি করতে দেখা যায়। এ বিষয়ে ঢাকার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিস কমিশনার (এডিসি) জুয়েল রানা জি ২৪ ঘন্টাকে টেলিফোনে জানান, এ ঘটনায়  ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More