ওয়েব ডেস্ক: ফ্রান্স ও জার্মানির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কানাডায়। বুধবার সকালে প্রধানমন্ত্রী কানাডায় এসে পৌঁছেছেন। কানাডার ম্যাকডোনাল্ড কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন কনাডায় ভারতীয় হাই কমিশনের প্রধান বিষ্ণু প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যে। বিমানবন্দরে নেমেই কাতারে কাতারে প্রবাসী ভারতীয়দের দেখে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদীও। হাত মিলিয়েছেন তাঁর ভক্তদের সাথেও।
শেষ ৪২ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী কানাডা সফরে এলেন। ৩ টি দেশের বিদেশ সফরে বেড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। ফ্রান্স এবং জার্মানির সফর শেষ করে নরেন্দ্র মোদী এখন কানাডায়। ৩ দিনের সফর করবেন তিনি। নরেন্দ্র মোদী এরপর দেখা করবেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের সঙ্গে। কানাডা থেকে ইউরেনিয়াম আমদানি, ভারতে আর্থিক বিনিয়োগ সহ ভারত-কানাডা ভিসা ব্যবস্থা, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে মূলত এই বিষয় গুলি নিয়েই আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান প্রভৃতি বিষয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সহ কানাডার শিল্পপতিদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কানাডার ওট্টায়া শহর থেকে আজই টরেন্টোতে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে রিক কলিসিয়ামে বক্তৃতা করবেন তিনি। সূত্রের খবর টরেন্টো শহরের লক্ষী নারায়ণ মন্দিরেও যেতে পারেন নরেন্দ্র মোদী।