Home> দুনিয়া
Advertisement

Rampage at Rabindra Auditorium Shahzadpur: মর্মান্তিক! বাংলাদেশের শাজাদপুর রবীন্দ্রকাছারিবাড়িতে হামলা-ভাঙচুর, লাঞ্ছিত ছিন্নপত্রের সৃষ্টিস্থল...

Rampage at Rabindra Auditorium Shahzadpur: এক দর্শনার্থী শাহ নেওয়াজ তাঁর স্ত্রী ও ভাইপোকে নিয়ে রবীন্দ্রকাছারিবাড়িতে ঘুরতে যান। অভিযোগ, এ সময়ে দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নিয়ে টিকিট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোনও টোকেন দেননি কর্তৃপক্ষ। তারপর?

Rampage at Rabindra Auditorium Shahzadpur: মর্মান্তিক! বাংলাদেশের শাজাদপুর রবীন্দ্রকাছারিবাড়িতে হামলা-ভাঙচুর, লাঞ্ছিত ছিন্নপত্রের সৃষ্টিস্থল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই বাড়িতেই লেখা হয়েছে 'বিসর্জন', 'ছিন্নপত্রে'র চিঠি, 'নৌকাডুবি'র মতো রচনা। সিরাজগঞ্জের (Sirajganj) শাহজাদপুরে (Shahzadpur) সেই রবীন্দ্রকাছারিবাড়িতে (Rabindra Auditorium) এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডার জেরে হামলা চালিয়ে অডিটোরিয়ামের জানালা দরজা ভাঙচুরের ঘটনা ঘটল মঙ্গলবার ১০ জুন দুপুরে।

আরও পড়ুন: Mega-Tsunami: মহা ভয়ংকর সুনামি! বিশ্ব জুড়ে প্রতি ৯২ সেকেন্ডে মারণ কম্পনে উঠবে পাহাড়-প্রমাণ ঢেউ! দৈত্যের মতো গিলে খাবে সব...

আরও পড়ুন: Mysteries of Puri Jagannath Temple: পুরীর জগন্নাথমন্দির ঘিরে পরতে-পরতে রহস্য, বিজ্ঞানে যার ব্যাখ্যা মেলে না! জেনে নিন স্নানযাত্রা-রথযাত্রার প্রাক্কালে...

কথা কাটাকাটি

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, গত রবিবার ৮ জুন বিকেলে দর্শনার্থী শাহ নেওয়াজ তাঁর স্ত্রী ও ভাইপোকে সঙ্গে নিয়ে রবীন্দ্রকাছারিবাড়িতে ঘুরতে যান। অভিযোগ, এ সময়ে দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নিয়ে টিকিট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোনও টোকেন দেননি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাছারিবাড়ির নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরেই নিরাপত্তা কর্মীরা তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ।

 ভাঙচুর

ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভমিছিল ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ জনতা। পরে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্রকাছারিবাড়িতে ঢুকে পড়ে। এ সময়ে বিক্ষুব্ধ জনতা রবীন্দ্রকাছারিবাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে। তারা অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগানের দায়িত্বে থাকা সিরাজুল ইসলামকে মারধরও করে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। হামলা ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

 প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

প্রসঙ্গত, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এই রবীন্দ্রকাছারিবাড়ি। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মাণ করা দোতলা ভবনটি এখন পরিচিত রবীন্দ্রস্মৃতি জাদুঘর নামে। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কেনেন  রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদারির সঙ্গে তাদের মালিকানায় আসে এই কাছারি বাড়িটিও। শাহজাদপুর জমিদারি দেখাশোনার কাজে মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদফতর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More