ওয়েব ডেস্ক: আমেরিকায় ভোট পুনর্গণনায় এবার সামিল হল হিলারির ডেমোক্র্যাট শিবিরও। গ্রিন পার্টির জিল স্টেইনের দাবিতে আপাতত শুধু উইসকনসিনেই হচ্ছে পুনর্গণনা। আর সেই পুনর্গণনায় যুক্ত হল মার্কিন ডেমোক্র্যাট শিবিরও।
হিলারি শিবিরের তরফে ম্যানেজার মার্ক এলিয়াস সংবাদমাধ্যমকে এ খবর জানিয়ে বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে ভোট পদ্ধতিতে হ্যাকিংয়ের কোনও প্রমাণ আমরা পাইনি। কিন্তু এখন যখন আমরা জেনেছি যে, উইসকনসিনে পুনর্গণনা হবে, তখন সেটা যাতে সুষ্ঠু ভাবে হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের।’’ তাঁদের আরও দাবি এর পর অন্য স্টেটে পুনর্গণনা হলেও তাঁরা তাতে অংশ নেবেন।
এদিকে গোটা বিষয়টিকে 'কেলেঙ্কারি' বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।