Home> দুনিয়া
Advertisement

আর্থিক কোনও সম্পর্কই নেই; কথাও বন্ধ করেছেন বাবা, পরিবারের বিরুদ্ধে বোমা ফাটালেন Prince Harry

হ্যারি আরও বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক তাদের ঘোষণার পর মাত্র ৩ বার দিদার সঙ্গে কথা হয়েছে

আর্থিক কোনও সম্পর্কই নেই; কথাও বন্ধ করেছেন বাবা, পরিবারের বিরুদ্ধে বোমা ফাটালেন  Prince Harry

নিজস্ব প্রতিবেদন: রাজ পরিবার ও বাবার বিরুদ্ধে বোমা ফাটালেন প্রিন্স হ্যারি(Prince Harry)। 

এক মার্কিন টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে হ্যারি(Prince Harry) বলেন, সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করেছিল রাজ পরিবার। পাশাপাশি বাবাও(Prince Charles) আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।

আরও পড়ুন-চালু হচ্ছে টোকেন, 'লাইফ'-এ ফিরছে কলকাতার 'লাইফলাইন' মেট্রো 

সম্প্রতি এক সাক্ষাতকারে হ্যারির স্ত্রী মেগান মর্কেল জানান, রাজ পরিবারে থাকার সময় আত্মহত্মার কথা ভেবেছিলাম। এবার হ্যারি জানালেন আরও চাঞ্চল্যকর কথা। ওই সাক্ষাতকারে হ্যারি বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বাস্তবিক ভাবেই প্রিন্স চার্লস(Prince Charles) তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কোনও রকম আর্থিক সম্পর্কই আমাদের মধ্যে ছিল না। 

আরও পড়ুন-আজকের মেয়েরা রচনা করুক আগামীর ইতিহাস

হ্যারি আরও বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক তাদের ঘোষণার পর মাত্র ৩ বার দিদার সঙ্গে কথা হয়েছে। বাবার সঙ্গে কথা হয়েছে ২ বার। তার পর থেকে তিনি আমার ফোন ধরা বন্ধ করে দেন। একসময় এও বলেছিলেন, যা বলতে চাও তা লিখিত দিতে পার? মায়ের টাকা ছাড়া আমাকে অন্যান্য টাকা পয়সা থেকে বঞ্চিত করা হয়। ভাই উইলিয়ামের সঙ্গেও এখন ভালো সম্পর্ক নেই।

Read More