Home> দুনিয়া
Advertisement

Russia USA Nuclear Treaty: পরমাণু যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব! আমেরিকার সঙ্গে মিসাইল চুক্তি থেকে সরল রাশিয়া....

Russia Exits Nuclear Treaty With US: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন রাখার নির্দেশ দেওয়ার কয়েকদিন পরেই রাশিয়া এই পদক্ষেপ নিল। তারা এখন থেকে নতুন করে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে শুরু করবে। 

Russia USA Nuclear Treaty: পরমাণু যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব! আমেরিকার সঙ্গে মিসাইল চুক্তি থেকে সরল রাশিয়া....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়া ও আমেরিকার (US) মধ্যে অশান্তি বেড়েই চলেছে। সম্প্রতি দু’টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই পাল্টা তোপ দেগেছে রুশ প্রশাসন। তারা জানিয়েছে, আমেরিকার সঙ্গে ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (INF) চুক্তিতে আর থাকবে না (Russia Exits Nuclear Treaty)। চুক্তি অনুসারে মাঝারিপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়্ন্ত্রণ করার ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ন্যাটো।

আরও পড়ুন, Gaza Starvation: ভুখা পেটই অস্ত্র! বিধ্বস্ত গাজাকে না-খাইয়ে মারতে চায় ইসরায়েল, শুধু জুলাইয়েই মৃত ৬০...

রাশিয়ার এই সিদ্ধান্তের কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি "উপযুক্ত অঞ্চলগুলিতে" দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানায়, সোভিয়েত যুগের ওই চুক্তি মানার পরিস্থিতি "অবলুপ্ত" হয়েছে এবং মস্কো আর আগের মতো স্বেচ্ছায় আরোপিত নিষেধাজ্ঞা মানছে না। রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, "পশ্চিমী দেশগুলির অস্থিতিশীলতা সৃষ্টি করা ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিকাশ আমাদের দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।'

পরে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ন্যাটো দেশগুলিকে দায়ী করেন এবং জানান যে, মস্কো এর প্রতিক্রিয়ায় আরও পদক্ষেপ নেবে। মেদভেদেভ, যিনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সামাজিক মাধ্যমে কটাক্ষপূর্ণ বাক্য বিনিময়ে লিপ্ত ছিলেন, বলেন: "এটি একটি নতুন বাস্তবতা, যা আমাদের সমস্ত প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।"

রাশিয়ার অমান্যের কারণ দেখিয়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি থেকে সরে আসে। রাশিয়া তখন থেকে বলে আসছে যে ওয়াশিংটন যদি তা না করে তবে তারা এই ধরনের অস্ত্র মোতায়েন করবে না। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও ন্যাটোকেই এই পরমাণু চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করেছেন। 

আরও পড়ুন, Bangladesh Unrest: কবর থেকে তোলা হচ্ছে ১১৪ লা*শ, আদালতের নির্দেশে জোর তত্পরতা বাংলাদেশে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More