নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে অর্থাৎ, ১৯৪৫ সালের মতোই এবারও রাশিয়াই জিতবে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রীতিমতো দৃঢ়প্রতিজ্ঞ রাশিয়ার প্রেসিডেন্ট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষে সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে ইউক্রেন যুদ্ধজয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এ প্রসঙ্গেই তিনি বলেন, '১৯৪৫ সালের মতো জয় আমাদেরই হবে।'
পুতিন বলেন, 'পূর্বসূরিদের মতোই আত্মবিশ্বাস নিয়ে আমাদের সেনারা নাৎসিদের কলুষতা থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছে। আর এটাই ১৯৪৫ সালের মতোই আমাদের জয় এনে দেবে।' পুতিন আরও বলেন, তাঁর আশা, নতুন প্রজন্ম তাদের পিতা ও পিতামহের যুদ্ধজয়ের সেই স্মৃতি ধরে রাখার যোগ্য হয়ে উঠেছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: পুতিন মনে করেন ইউক্রেন যুদ্ধে হারা তাঁর পক্ষে অসম্ভব; মন্তব্য সিআইএ প্রধানের