Home> দুনিয়া
Advertisement

Living Nostradamus: পরমাণু চুল্লিতে ভয়ংকর বিস্ফোরণ ডেকে আনবে মহাপ্রলয়, জানেন বিশ্বের মাত্র ৩ রাষ্ট্রনেতা! হাড়হিম ভবিষ্যদ্বাণী...

Living nostradamus predictions:  অ্যাসোস সালোমি বলেছিলেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ হবে। তবে কোনও পক্ষই জিতবে না। অর্থনৈতিক কারণেই ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। সীমান্ত শান্ত হবে। ইউক্রেন হবে একটি বাফার স্টেট

Living Nostradamus: পরমাণু চুল্লিতে ভয়ংকর বিস্ফোরণ ডেকে আনবে মহাপ্রলয়, জানেন বিশ্বের মাত্র ৩ রাষ্ট্রনেতা! হাড়হিম ভবিষ্যদ্বাণী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুনিয়ার একাধিক মোড় ফেরান ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন অ্যাথোস সালোমি। দুনিয়ায় তাই তাঁর এখন পরিচিতি জীবন্ত নাস্ত্রাদামুস হিসেবে। ২০২৪ সালের জন্য এক ডজন আগাম সতর্কতা দিয়েছিলেন সালোমি। তিনিই এবার বলছেন এক নীরব পরমাণু বিস্ফোরণ সম্পর্কে। ওই বিস্ফোরণ বিশ্বে বিশাল ধ্বংস ডেকে আনবে। দেখে নেওয়া যাক কী সেই ভবিষ্যদ্বাণী।

এক বৃটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অ্যাসোস সালোমি বলেছিলেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ হবে। তবে কোনও পক্ষই জিতবে না। অর্থনৈতিক কারণেই ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। সীমান্ত শান্ত হবে। ইউক্রেন হবে একটি বাফার স্টেট। তাকে দেখে অনেক দেশ সাবধান হবে।

অনেক সময় মনে হয় পরমাণু যুদ্ধ লেগে গেলে কী হবে? অনেকে দাবি করেন মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধের পরিণতি হবে ভয়ংকর। বিশ্বের এক বিরাট অংশ ধ্বংস হয়ে যাবে। সালোমি হুঁশিয়ারি দিয়েছেন, খুর নীরবে শুরু হবে এক যুদ্ধ। বিরাট বিস্ফোরণ হবে এক নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। তার পরিণাম হবে বিশাল ধ্বংসাত্মক।

সালোমি বলেছেন, গাল্ফ স্ট্রিম আংশিক বন্ধ হয়ে যাবে। এর ফলে ইউরোপের তাপমাত্রার বিশাল বদল ঘটে যাবে। পশ্চিম ইউরোপের বিশাল খরার কথা জানিয়েছেন সালোমি। মানুষ খেতে পাবে না। ইউরোপের ওই অবস্থা বিশ্বের অনেক দেশের অর্থনীতিকে নড়বড়ে করে দেবে।

বিশ্ব উষ্ণায়ন নিয়ে বহু বিজ্ঞানী হুঁশিয়ারি দিয়ে থাকেন। অনেকে বলেছেন উত্তর মেরুর বলফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বড়াবের তার ফলে সমুদ্র তীরবর্তী বহু শহর ডুবে যাবে। এনিয়ে সালোমি আরও বলেছেন, নিউ ইয়র্ক, মুম্বই ও লাগোসের মত শহর হঠাত্ বন্যায় তলিয়ে যাবে।

আরও পড়ুন-বাংলার উপরে বিশাল নিম্নচাপ অক্ষরেখা, বিকেলে প্রবল ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে একাধিক জেলা

আরও  পড়ুন-বজ্রপাত রুখতে ৭৫ হাজার তালগাছ! নজির গড়েছেন ভূগোল শিক্ষক...

সালোমির বক্তব্য়, প্রচারে না এলেও ইরান ও ইজরায়েলের মধ্যে নীরবে একটা যুদ্ধ চলছে। ড্রোন হামলা, সাইবার হামলা ও ইন্ডাস্ট্রিতে সাবতোজের মতো ঘটনা ঘটবে।

সোলোমির ভয় ধরিয়ে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী হল এক নিউক্লিয়ার রিঅ্যাক্টারের বিস্ফোরণ। এক্ষেত্রে এটি হতে পারে ইরানে। গোটা বিশ্বের রাজনীতি ও পরিবেশের উপরে ভয়ংকর প্রভাব ফেলবে। বিপুল ধ্বংস হবে পৃথিবীতে। এই ঘটনা ঘটতে খুব বেশি দেরি নেই।

দুনিরার মাত্র ৩ রাষ্ট্রপ্রধান ওই বিপদের কথা জানেন। বিশ্বে যারা ধনী তারা এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। এটা বোঝা যায় তাদের আচরণ দেখে। এরা সুইত্জারল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত ও সিঙ্গাপুরের মতো দেশের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More