Home> দুনিয়া
Advertisement

এই সুন্দর মুখের আড়ালেই যে কুৎসিত রূপ লুকিয়ে

  ডাকসাইটে সুন্দরী। দেশের বেশ নামজাদা মডেল। কেউই ভাবেননি সে এমন একটা জঘন্য কাজ করতে পারে!

এই সুন্দর মুখের আড়ালেই যে কুৎসিত রূপ লুকিয়ে

ওয়েব ডেস্ক :  ডাকসাইটে সুন্দরী। দেশের বেশ নামজাদা মডেল। কেউই ভাবেননি সে এমন একটা জঘন্য কাজ করতে পারে!

fallbacks

বয়ফ্রেন্ডকে খুনের দায়ে ১৫ বছরের হাজতবাসের সাজা পেল এই স্লোভাকিয়ান মডেল। নাম মারিয়া কুকুকোভা। ব্রিটিশ কোটিপতি বয়ফ্রেন্ড অ্যানড্রিউ বুশকে গুলি করে খুন করেন মারিয়া। বিচারে আদালত রায় দিয়েছে, রাগের মাথায় অত্যন্ত জঘন্য কাজ করেছে মারিয়া। নিরস্ত্র বুশকে শেষ গুলিটা যখন মারিয়া করে, তখন শেষ প্রায় মৃত। কিন্তু, তাতেও রেহাই পায়নি বুশ। গুলিতে এফোঁড-ওফোঁড হয়ে যায় মাথা।

অন্যদিকে, রায় শুনে আদালত কক্ষের ভিতরই কান্নায় ভেঙে পড়ে মারিয়া।

Read More