Home> দুনিয়া
Advertisement

মহাকাশে সবজি চাষ! প্রাতরাশে দারুন স্যালাড নভোচারীদের

মহাকাশে সবজি চাষ! হ্যাঁ ঠিকই শুনেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা চাষ কলেন সবজি। আর নভোচারীদের সকালের প্রাতরাশে থাকবে সেই লেটুস (Red Romaine Lettuce) সবজি।  

মহাকাশে সবজি চাষ! প্রাতরাশে দারুন স্যালাড নভোচারীদের

ওয়েব ডেস্ক: মহাকাশে সবজি চাষ! হ্যাঁ ঠিকই শুনেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা চাষ কলেন সবজি। আর নভোচারীদের সকালের প্রাতরাশে থাকবে সেই লেটুস (Red Romaine Lettuce) সবজি।  

এই প্রথমবার সফলভাবে উৎপাদিত লেটুস পাতা খেলেন তাঁরা। টুইটার বার্তায় জানান আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা। 'ভেজ ওয়ান' নামের একটি বিশেষ বাক্সে রেখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লেটুস পাতা চাষ করা হয়। তাজা খাদ্য মহাকাশচারীদের স্বাস্থ্য ভালো থাকবে, তাছাড়া অল্পবিস্তর সবজি মহাকাশে উত্পাদন করতে পারলে মঙ্গল যাত্রার মতো সময়সাপেক্ষ অভিযানে কিছুটা খাদ্যের অভাব কমবে।

নভোচারীরা এর আগেও মহাকাশে ফসল ফলিয়েছেন, তবে এই প্রথমবার তাঁরা সেই খাদ্যের স্বাদ আস্বাদন করলেন।

 

Read More