Home> দুনিয়া
Advertisement

এভাবেই রোজ পরিষ্কার হয় দ.কোরিয়ার রাস্তা

শহরের রাস্তা পরিষ্কার রাখা বেশ কঠিন কাজ। নানা পরিকল্পনা করা, অনেক কর্মী নিয়োগ করা, আধুনিক সব যন্ত্রপাতি কেনা। এরপরেও রাস্তা ঠিকমত পরিষ্কার থাকে না। যে কোনও শহরের প্রশাসনের কাজে রাস্তা পরিষ্কার রাখা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রশাসন এমন এক ধরণের সহজ পদ্ধতি অবলম্বন করেছে যা দিয়ে রাস্তা তো পরিষ্কার থাকেই, তার জন্য খরচও কমে হবে। রাস্তার ডিভাইডার (কলকাতায় যেগুলো আছে)-কে কাজে লাগানো হয়েছে রাস্তা পরিষ্কারের কাজে ( দেখুন ছবিতে)। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের বাসিন্দারা বলছেন, এরকমভাবে অভিনব উপায়ে শহরের রাস্তা পরিষ্কার দেখে তারা বেশ খুশি। এই উপায় গ্রহণ করার পর শহর পরিষ্কার রাখার খরচ অনেকটাই কমে গিয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এভাবেই রোজ পরিষ্কার হয় দ.কোরিয়ার রাস্তা

ওয়েব ডেস্ক: শহরের রাস্তা পরিষ্কার রাখা বেশ কঠিন কাজ। নানা পরিকল্পনা করা, অনেক কর্মী নিয়োগ করা, আধুনিক সব যন্ত্রপাতি কেনা। এরপরেও রাস্তা ঠিকমত পরিষ্কার থাকে না। যে কোনও শহরের প্রশাসনের কাজে রাস্তা পরিষ্কার রাখা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রশাসন এমন এক ধরণের সহজ পদ্ধতি অবলম্বন করেছে যা দিয়ে রাস্তা তো পরিষ্কার থাকেই, তার জন্য খরচও কমে হবে। রাস্তার ডিভাইডার (কলকাতায় যেগুলো আছে)-কে কাজে লাগানো হয়েছে রাস্তা পরিষ্কারের কাজে ( দেখুন ছবিতে)। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের বাসিন্দারা বলছেন, এরকমভাবে অভিনব উপায়ে শহরের রাস্তা পরিষ্কার দেখে তারা বেশ খুশি। এই উপায় গ্রহণ করার পর শহর পরিষ্কার রাখার খরচ অনেকটাই কমে গিয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

fallbacks

কলকাতা এসব দেখতে পাচ্ছে কি!

TAGS

Read More