Home> দুনিয়া
Advertisement

Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭

Bangladesh Student Agitation: মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয়ে শিক্ষার্থীরা ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন...

Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বাংলাদেশে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে  সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৭ জন।

মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জি ২৪ ঘন্টাকে বলেন, সচিবালয় থেকে আহত অবস্থায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে পুলিসের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান। এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-বাচ্চাদের আধার বায়োমেট্রিক আপডেট না করিয়ে সমস্যা বাড়াচ্ছেন, UIDAI দিচ্ছে সহজ সুযোগ

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী জি ২৪ ঘন্টাকে বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে ঢাকার মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই ঘটনায় এখনো সচিবালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More