Home> দুনিয়া
Advertisement

রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন সুদানের মডেল আতুই দেঙ্গ

রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন সুদানের মডেল আতুই দেঙ্গ

নিউ ইয়র্ক থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন সুদানের মডেল আতুই দেঙ্গ। সোমবার তাঁর নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে নিউ ইয়র্ক পুলিস।

বয়স ২২, উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, ৫০ কেজির আতুইকে শেষ দেখা গিয়েছিল গত ৬ অগাস্ট নিউ ইয়র্কের টাইসম স্কোয়ারের কাছে। তাঁর পুরো নাম আতুই দেঙ্গ হপকিনস। আতুইয়ের নিখোঁজ রহস্য নিয়ে তদন্তে নেমেছে পুলিস।
 
উজ্জ্বল শ্যামবর্ণ, ছোট করে কাটা চুলের আতুই কাজ করেছেন বিশ্বের প্রথম সারির ডিজাইনারদের সঙ্গে। প্রোয়েনজা স্কোয়েলার, জ্যাক পোসেন, ক্যাথরিন মালানদ্রিনো, সোফি থেলেট, বিভু মহাপাত্রর মতো ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন তিনি। পরিবারের সঙ্গে ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন আতুই। ২০০৮ সাল থেকে নিউ ইয়র্কের বাসিন্দা তিনি।
 

 

 

Read More