Home> দুনিয়া
Advertisement

Sudan: হত্যাযজ্ঞ! শনি ও রবিবার গ্রামে ঢুকে নির্বিচার গুলি, গ্রামের পর গ্রামে আগুন! নারী শিশু-সহ ৩০০ মৃত্যু...

Sudans RSF kills About 300 People in North Kordofan: উত্তপ্ত সুদান! রবিবার একটি গ্রামে হত্যাযজ্ঞ চালায় আরএসএফ। সেখানে কমপক্ষে ৪৬ জনকে হত্যা করা হয় বলে খববর। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও গর্ভবতী মহিলাও ছিলেন বলেও জানা গিয়েছে।

Sudan: হত্যাযজ্ঞ! শনি ও রবিবার গ্রামে ঢুকে নির্বিচার গুলি, গ্রামের পর গ্রামে আগুন! নারী শিশু-সহ ৩০০ মৃত্যু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের দিকে-দিকে মৃত্যু, ধ্বংস। সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের তথা আরএসএফ (Sudan’s RSF)-এর বিরুদ্ধে শিশু, গর্ভবতী নারী-সহ অন্তত ৩০০ জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। উত্তর করদোফান রাজ্যের (North Kordofan) বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ও আগুন ধরিয়ে তাঁদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: Antarctica Glacier News: ৩৪০০০ বছরের পুরনো বরফের নীচে সমুদ্র শূকর, সমুদ্র মাকড়সা এবং ভয়ংকর অদ্ভুত সব পতঙ্গ...

সুদানের মৃত্যুমিছিল

সুদানের পশ্চিমাঞ্চলে সুদানের সেনাবাহিনী ও সেদেশের ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস তথা আরএসএফের মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। এর মধ্যে সোমবার রাতে 'ইমার্জেন্সি ল ইয়ার্স' নামের সংগঠনটি এক বিবৃতিতে এই অভিযোগ করেছে। ২০২৩ সাল থেকেই এই দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সুদানের সেনাবাহিনী। আর আরএসএফ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে তারা।

আগুনে, গুলিতে

'ইমার্জেন্সি ল ইয়ার্স' জানিয়েছে, গত শনিবার বারা শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে আরএসএফ। শাগ আলনোম নামের একটি গ্রামে তাদের হামলায় দুশোরও বেশি মানুষ নিহত হয়েছেন। কেউ কেউ নিজের ঘরে পুড়ে মারা গিয়েছেন, কেউ গুলিতে নিহত হয়েছেন। এ ছাড়া আশপাশের গ্রামগুলিতে আরও ৩৮ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। অনেককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: Himachal Monsoon Disaster: ১০৬ মৃত্যু, প্রায় ১১০০ বাড়ি ধ্বংস, ৩৫ জন নিখোঁজ, জলে ভেসে গেল ৮৫০ কোটি টাকা!

শিশু ও গর্ভবতীর মৃত্যু

রবিবার হিলাত হামিদ গ্রামে আরেকটি হত্যাযজ্ঞ চালায় আরএসএফ। সেখানে কমপক্ষে ৪৬ জনকে হত্যা করা হয়েছে বলে খববর। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও গর্ভবতী মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More