ওয়েব ডেস্ক: তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে বিমান দুর্ঘটনায় নিহত হলেন ১১ জন যাত্রী। টেক অফের একটু পরেই শুংসান বিমানবন্দরের কাছে কিলুং নদীতে ভেঙে পড়ে ট্রান্স এশিয়ার বিমানটি। আটান্ন জন যাত্রী নিয়ে তাইপেই থেকে চিনের মূল ভূখণ্ডের কাছে কিনমেন দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ফ্রান্সে তৈরি ট্রান্স এশিয়ার বিমান ATR72।
বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এগারোটি মৃতদেহ পাওয়া গেছে। উদ্ধারের কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান প্রশাসন। বিমানের যাত্রীদের মধ্যে অধিকাংশই চিনের মূল ভূখণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।