Home> দুনিয়া
Advertisement

ওড়ার তিন মিনিটের মধ্যে ৫৩ যাত্রী নিয়ে ট্র্যান্স এশিয়া বিমান ভেঙে পড়ল নদীতে

ফের এশিয়ার বিমানে বিপর্যয়। এবার তাইওয়ানের ট্র্যান্স এশিয়া বিমান ভেঙে পড়ল নদীতে। বিমানটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। দ্রুত উদ্ধারকার্য চালিয়ে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। ক্র্যাশ ল্যান্ডিং বা বিপদের মুখে হঠাত্‍ ল্যান্ড করতে গিয়ে বিমানটি তাইওয়ান নদীতে ভেঙে পড়ে বলে প্রাথমিক খবর।

ওড়ার তিন মিনিটের মধ্যে ৫৩ যাত্রী নিয়ে ট্র্যান্স এশিয়া বিমান ভেঙে পড়ল নদীতে

ওয়েব ডেস্ক: তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে বিমান দুর্ঘটনায় নিহত হলেন ১১ জন যাত্রী। টেক অফের একটু পরেই শুংসান বিমানবন্দরের কাছে কিলুং নদীতে ভেঙে পড়ে ট্রান্স এশিয়ার বিমানটি। আটান্ন জন যাত্রী নিয়ে তাইপেই থেকে চিনের মূল ভূখণ্ডের কাছে কিনমেন দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ফ্রান্সে তৈরি ট্রান্স এশিয়ার বিমান  ATR72।

বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এগারোটি মৃতদেহ পাওয়া গেছে। উদ্ধারের কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান প্রশাসন। বিমানের যাত্রীদের মধ্যে অধিকাংশই চিনের মূল ভূখণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।   

fallbacks

 

Read More