Home> দুনিয়া
Advertisement

লাইভ টিভি অনুষ্ঠানে হঠাত্‍ সিংহ খেতে শুরু করল শিশুকে (ভিডিও)

মেক্সিকোর এক টিভি শো-তে ঘটে গেল দুর্ঘটনা। শো-তে এক শিশু, তার সঙ্গে ওর মা, এর সঙ্গে এক চেয়ারে বসে সিংহ। শো যত এগোতে থাকল সিংহটি ততই শান্ত হতে শুরু করল। একটা সময় সিংহটিকে বসানো হল শিশুটির পাশে। ব্যস! তারপরেই বাধল বিপত্তি। অনুষ্ঠানের মাঝেই সিংহটি খেতে শুরু করল শিশুটিকে। বুঝতে পেরে চেঁচিয়ে উঠল শিশুটির মা। ক্যামেরা তখন অন।

লাইভ টিভি অনুষ্ঠানে হঠাত্‍ সিংহ খেতে শুরু করল শিশুকে (ভিডিও)

ওয়েব ডেস্ক: মেক্সিকোর এক টিভি শো-তে ঘটে গেল দুর্ঘটনা। শো-তে এক শিশু, তার সঙ্গে ওর মা, এর সঙ্গে এক চেয়ারে বসে সিংহ। শো যত এগোতে থাকল সিংহটি ততই শান্ত হতে শুরু করল। একটা সময় সিংহটিকে বসানো হল শিশুটির পাশে। ব্যস! তারপরেই বাধল বিপত্তি। অনুষ্ঠানের মাঝেই সিংহটি খেতে শুরু করল শিশুটিকে। বুঝতে পেরে চেঁচিয়ে উঠল শিশুটির মা। ক্যামেরা তখন অন।

আরও পড়ুন- প্রসবের তিন ঘণ্টা আগে মহিলা টের পেলেন তিনি 'প্রেগন্যান্ট'!

ছুটে আসে সিংহটির ট্রেনার। সিংহের থাবা থেকে রীতিমত লড়াই করল সিংহের থাবা থেকে উদ্ধার কর শিশুটিকে। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি ২০০৩ সালের বলে মনে করা হচ্ছে।

TAGS

Read More