Home> দুনিয়া
Advertisement

'ক্যামেরার সামনে নগ্ন হতে ভালো লাগে', স্পষ্ট জবানবন্দি!

'নিজেকে মনে হত চেন দিয়ে বেঁধে রাখা একটা খেঁকশিয়াল। যাকে এক্ষুণি চাবুক দিয়ে মারা হবে.... ভালোবেসেই পেশাটায় ঢুকেছিলাম। আস্তে বদলে গিয়েছিল জীবনযাত্রা... শুরু হল হেয়ার স্টাইলিং, বডি ট্যানিং। অদ্ভুত একটা জীবন। তারপর ধীরে ধীরে পাল্টাতে লাগল পরিস্থিতি।'

'ক্যামেরার সামনে নগ্ন হতে ভালো লাগে', স্পষ্ট জবানবন্দি!

ওয়েব ডেস্ক : 'নিজেকে মনে হত চেন দিয়ে বেঁধে রাখা একটা খেঁকশিয়াল। যাকে এক্ষুণি চাবুক দিয়ে মারা হবে.... ভালোবেসেই পেশাটায় ঢুকেছিলাম। আস্তে বদলে গিয়েছিল জীবনযাত্রা... শুরু হল হেয়ার স্টাইলিং, বডি ট্যানিং। অদ্ভুত একটা জীবন। তারপর ধীরে ধীরে পাল্টাতে লাগল পরিস্থিতি।'

তাঁর পরিচয় তিনি প্রাক্তন পর্নস্টার। একসময় চুটিয়ে নীলছবিতে অভিনয় করেছেন। এখন অবসর নিয়েছেন। কলেজ পড়ার সময় আড়ালে আবডালে নীলছবি দেখা চলত। কিন্তু তখনও ভাবেননি যে তিনি নিজেই এই পেশায় আসবেন। তারপর একদিন হঠাত্ করেই নীল দুনিয়ায় পা রাখলেন। অন্য জগত্। শুধুই কি টাকা আর বিলাসবহুল জীবনের টানে? 'না'। তাহলে? উত্তর এল 'প্যাশন, মজা'।

নিছকই মজা করতে অ্যাডাল্ট ফিল্মে অভিনয়? ম্যাসাচুসেটসের বাসিন্দা বললেন, 'হ্যাঁ। একদম। আমার এটাই করতে ভালো লাগত। তাই এটাই করেছি। যেটা ভালো লাগে না। সেটা করব কেন? আমার ক্যামেরার সামনে নগ্ন হতে ভালো লাগে....'

Read More