Home> দুনিয়া
Advertisement

এই কারণেই কুকুরকে মানুষের সবথেকে বড় বন্ধু বলা হয় (ভিডিও)

কুকুরকে প্রভুভক্ত বলা হয় আমরা সকলেই জানি। তাঁদের সঠিক প্রশিক্ষন দিলে, তাঁরা ঠিক কতটা দায়িত্ব পরায়ণ হয়ে উঠতে পারে, তার নজিরও আমরা দেখেছি। যদিও আমাদের সমাজে কুকুর জাতিটির সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। তবুও তারা কিন্তু কর্তব্য থেকে একচুলও নড়ে না। জীবন দিয়ে প্রভুর প্রাণ রক্ষা করে এমন ঘটনাও বহুবার দেখা গিয়েছে।

এই কারণেই কুকুরকে মানুষের সবথেকে বড় বন্ধু বলা হয় (ভিডিও)

ওয়েব ডেস্ক: কুকুরকে প্রভুভক্ত বলা হয় আমরা সকলেই জানি। তাঁদের সঠিক প্রশিক্ষন দিলে, তাঁরা ঠিক কতটা দায়িত্ব পরায়ণ হয়ে উঠতে পারে, তার নজিরও আমরা দেখেছি। যদিও আমাদের সমাজে কুকুর জাতিটির সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। তবুও তারা কিন্তু কর্তব্য থেকে একচুলও নড়ে না। জীবন দিয়ে প্রভুর প্রাণ রক্ষা করে এমন ঘটনাও বহুবার দেখা গিয়েছে।

নিচের ভিডিওটি দেখলে দেখতে পাবেন, একটি ল্যাব্রাডর কুকুর কীভাবে অন্য দুটি কুকুরের প্রাণ বাঁচালো। মানুষ না হয়েও মানুষের কাজ করল। ভিডিওটি অবশ্যই আপনার মন ভালো করে দেবে।

Read More