Home> দুনিয়া
Advertisement

এই পাকিস্তানি সুন্দরীর ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল!

শানজে হায়াত। পাকিস্তানের অন্যতম সুন্দরী। ২০১৩ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড প্যাজেন্ট জিতেছিলেন তিনি। তারপর থেকে তাঁর সৌন্দর্যে মোহিত এখন গোটা ইন্টারনেট জগত্‌। সদ্য তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর পাকিস্তানি সুন্দরীর সেই ছবিই এখন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে তিনি শুধু হটই নন, শারীরিক সৌন্দর্যের পাশাপাশি ছবিতে প্রকাশ পেয়েছে তাঁর মানসিক সৌন্দর্যও। আর তাই ছবিতে তাঁকে খুবই আত্মবিশ্বাসী লাগছে।

এই পাকিস্তানি সুন্দরীর ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল!

ওয়েব ডেস্ক: শানজে হায়াত। পাকিস্তানের অন্যতম সুন্দরী। ২০১৩ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড প্যাজেন্ট জিতেছিলেন তিনি। তারপর থেকে তাঁর সৌন্দর্যে মোহিত এখন গোটা ইন্টারনেট জগত্‌। সদ্য তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর পাকিস্তানি সুন্দরীর সেই ছবিই এখন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে তিনি শুধু হটই নন, শারীরিক সৌন্দর্যের পাশাপাশি ছবিতে প্রকাশ পেয়েছে তাঁর মানসিক সৌন্দর্যও। আর তাই ছবিতে তাঁকে খুবই আত্মবিশ্বাসী লাগছে।

fallbacks

৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার পাকিস্তানি সুন্দরী শানজে হায়াত ইসলামাবাদের বাসিন্দা। তাঁর লক্ষ্য এখন সুপার মডেল হওয়ার। তাঁর ইনস্টাগ্রাম ছবিগুলি দেখে নিন।

fallbacks

Read More