Home> দুনিয়া
Advertisement

ব্রা-এর সাইজে রেস্তরাঁয় ছাড়!

ব্রা-এর সাইজে রেস্তরাঁয় ছাড়!

ওয়েব ডেস্ক : "কোন মহিলা কত সাইজের ব্রা পরেন?" এরকম প্রশ্ন কতটা কুরুচিকর, তা নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু এই প্রশ্নের উত্তরেই যদি লুকিয়ে থাকে আপনি কতটা ছাড় পাবেন, তার উত্তর! অবাক হচ্ছেন? ভাবছেন, আবোলতাবোল গাঁজাখুরি যত্তসব! তবে বলি, চিনের একটি রেস্তরাঁয় ঝোলানো হয়েছে এমনই আজব বিজ্ঞাপন।

চিনের ঝেজিংয়াং প্রদেশের হ্যাংঝাউ শহরে একটি শপিং মলের ভিতরে অবস্থিত রেস্তরাঁটি। চিংড়ি মাছ দিয়ে তৈরি বিভিন্ন পদ বিক্রির জন্যই এতদিন বিখ্যাত ছিল রেস্তরাঁটি। এখন মেনুলিস্টে তারা সি-ফুডের বিভিন্ন পদও সংযোজন করেছে। আর এই নতুন পদগুলিকে জনপ্রিয় করে তোলার জন্য রেস্তরাঁর বাইরে একটি বিজ্ঞাপন ঝুলিয়েছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞাপনেই মহিলাদের বিভিন্ন কার্টুন ছবির সঙ্গে বলা হয়েছে, "ব্রা-এর সাইজের উপর ভিত্তি করে ছাড় দেওয়া হবে অর্ডারে।"

fallbacks

ইতিমধ্যেই এই  বিজ্ঞাপন ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগও জমা দিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন,'প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার' হতে চায় ৯ বছরের 'অ্যালিয়েন' জ্যাক! উত্তর দিল NASA

Read More