Home> দুনিয়া
Advertisement

Durga puja in Berlin, German: বার্লিনের মাটি-তেও এবার 'শক্তি'ই ভরসা।

Durga puja in Berlin, German: দুর্গা পুজোর আমেজ সুদূর বিদেশেও এবার উপলব্ধি করতে বার্লিনে শ্রীগণেশ হিন্দু মন্দিরে IGNITE-এর উদ্যোগে দুর্গা পুজোর আয়োজন হয়েছে। ষষ্ঠীর বোধন থেকে দশমীর সিঁদুর খেলাসহ পেট পুজোর আয়োজনও থাকছে। মায়ের প্রতিমা এসেছে কুমারটুলি থেকে।  

Durga puja in Berlin, German: বার্লিনের মাটি-তেও এবার 'শক্তি'ই ভরসা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:মহালয়ার আনন্দ সুর বাজতেই চলেছে আর দুর্গা পুজো মানেই বাঙালির আবেগ, সেই বাঙালি দেশ-বিদেশে যেখানেই থাকুক পুজোর আমেজ কখনোই মিস করতে চায় না। আর সেই পুজোর আমেজ উপভোগ করতেই জার্মানিতে বসবাসকারী বাঙালিরা রাজধানী বার্লিনেও দুর্গা পুজোর আয়োজন হয়েছে। ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর সিঁদুর খেলা, এমনকি পুজোর চারটে দিনই থাকছে ভরপুর পেট পুজোর আয়োজন। সুদূরে থেকেও বাদ যাচ্ছে না কোনও আয়োজনই।

আরও পড়ুন- Thailand: মাঝপথেই চলন্ত স্কুলবাসে ভয়াবহ আগুন! জীবন্ত ঝলসাল কমপক্ষে ২৫ পড়ুয়া...

fallbacks

এই দুর্গা পুজোর খুঁটি পুজোর সূচনা হয়েছে রথযাত্রার দিনই। বার্লিনের শ্রীগণেশ হিন্দু মন্দিরে টিম Ignite-এর উদ্য়োগে ধীরে ধীরে সেজেছে মন্ডপ। তবে আনন্দের বিষয় এই যে বিদেশের মাটিতে এই পুজো হলেও মা দুর্গার প্রতিমা কিন্তু কুমারটুলির আর পুরোহিত মশাই আসেন ডুসেলড্রফ থেকে। সুদূর বিদেশ হলেও হৈ হৈ করে পুজোর কাজে যোগ দেয় কমিটির সদস্যরা, হতে পারে কেউ কলেজ পড়ুয়া আবার কেউ চাকরিরত তবে সবার লক্ষ্য একই- মায়ের পুজোয় যেন কোনও ত্রুটি না থাকে।

আরও পড়ুন- Bangladesh Teacher Death: রিলিজ অর্ডার নিতে স্কুলে পা দিতেই ঘেরাও, শিক্ষককে পিটিয়ে মারল পড়ুয়ারা

সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত বিশ্ববাসী, তবে মায়ের আগমনের সাথে সাথে আমরা সবাই আশাবাদী হয়ে উঠি যে পৃথিবীতে শুভ শক্তির প্রভাব ঘটবে ও সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে আর সেই চিন্তাভাবনা-কে মাথায় রেখেই তাদের এবছরের থিম 'শক্তি'। এই বিদেশের মাটিতেই বাঙালি, অবাঙালি তথা বিদেশিরা মিলে মেতে থাকারই চেষ্টা পুজোয়। মায়ের আশীর্বাদে ফিরুক বিশ্ব-শান্তি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More