Home> দুনিয়া
Advertisement

Abhishek Banerjee: 'জঙ্গিদের শেষকৃত্যে হাজির সেনা অফিসাররা, পাকিস্তানের বিরুদ্ধে আর কত প্রমাণ দরকার!'

Abhishek Banerjee: 'শাসকদলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে। তাদের সঙ্গে প্রাণপণ লড়াই করব। কিন্তু যখন আমার দেশের নিরাপত্তার প্রশ্ন আসে, তখন দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করব'। 

Abhishek Banerjee: 'জঙ্গিদের শেষকৃত্যে হাজির সেনা অফিসাররা, পাকিস্তানের বিরুদ্ধে আর কত প্রমাণ দরকার!'

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'আমার রাজনৈতিক স্বার্থ জাতীয় স্বার্থের থেকে বড় নয়'। দেশের নিরাপত্তার প্রশ্নে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'শাসকদলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে। তাদের সঙ্গে প্রাণপণ লড়াই করব। কিন্তু যখন আমার দেশের নিরাপত্তার প্রশ্ন আসে, তখন দেশের স্বার্থে যা করা দরকার, সেটাই করব'। 

আরও পড়ুন:  Sheikh Hasina: 'আমাকে গুলি মেরে কবর দিয়ে দাও...', কেঁদে বললেন হাসিনা...

সন্ত্রাসবাদের প্রশ্নে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে তত্‍পর কেন্দ্র।  ৪৮ জন সাংসদের প্রতিনিধি দল এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। সেই দলের তৃণমূলের প্রতিনিধি অভিষেক। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ঘুরে সিঙ্গাপুরে পৌঁছেছেন অভিষেকরা।

সিঙ্গাপুরে অভিষেক বলেন,  'আপনাদের সামনেই তো কত প্রমাণ রয়েছে! পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে যোগ দিতে দেখা যাচ্ছে'। তাঁর প্রশ্ন, এ জিনিস আর কোথায় দেখা যায়? আমরা প্রমাণ হিসেবে আপনাদের আর কী দিতে পারি'? বর্তমানে সময়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সোশ্য়াল মিডিয়ায় গুরত্বের কথা তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এর আগে, সিঙ্গাপুরে পৌঁছেই আইএনএ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক। তবে  মেমোরিয়ালে ভিতরে ঢুকতে পারেননি তিনি। বাইরে থেকে শ্রদ্ধাজ্ঞাপন করতে হয়। কারণ, মেমোরিয়ালের সংস্কার চলছে। এরপর সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনেও যান অভিষেক। সেখানকার মহারাজদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:   Earthquake in Pakistan: প্রকৃতির মার! ২ সপ্তাহের মাথায় ফের ভয়ংকর ভূমিকম্প পাকিস্তানে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More