Home> দুনিয়া
Advertisement

Tropical Storm Alex: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় অ্যালেক্স! আতঙ্কে কাঁপছে সব পক্ষ

মোটামুটি ভাবে অনুমান, ১২ জুন এটি আছড়ে পড়তে পারে। রবিবার ল্যান্ডফল না হলে সোমবার ভোরের মধ্যে ল্যান্ডফল পাকা।

Tropical Storm Alex: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় অ্যালেক্স! আতঙ্কে কাঁপছে সব পক্ষ

নিজস্ব প্রতিবেদন: ভয়ানক ঘূর্ণিঝড় অ্যালেক্সের প্রভাবে তছনছ হতে পারে বারমুডা অঞ্চল। ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে আমেরিকার উপকূল অঞ্চলে। বিজ্ঞানীরা জানিয়েছেন, শক্তি বাড়িয়ে এটি ধেয়ে আসছে। আবহাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছিল, হারিকেন আগাথার শেষাংশই হল এই অ্যালেক্স। ওই ঝড় থেকেই এই নতুন ঝড় তৈরি হয়েছে।

আমেরিকার জাতীয় হারিকেন সেন্টারের তরফে বলা হয়েছে, এই নতুন ঝড়ের দাপটে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় প্রায় ৭০ মাইল, অর্থাৎ ১১০ কিলোমিটার। আপাতত এই ঝড়ের অবস্থান বারমুডা থেকে ৩৯৫ কিলোমিটার দূরে। বারমুড়াতেই ঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা থাকছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: World Food Safety Day: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়; শুদ্ধ অন্ন চাই, তবেই আসবে মুক্ত প্রাণ!

Read More