Home> দুনিয়া
Advertisement

Trump Tariff on India: আশঙ্কা সত্যি, ২৫% গুঁতোর পর ফের ট্রাম্পের ২৫! ৫০% শুল্কের জেরে আপনি আর কী কী বিপদে?

India-US trade relation: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই শুল্ক আরোপের প্রধান কারণ হলো রাশিয়া থেকে ভারতের তেল এবং সামরিক সরঞ্জাম কেনা।

Trump Tariff on India: আশঙ্কা সত্যি, ২৫% গুঁতোর পর ফের ট্রাম্পের ২৫! ৫০% শুল্কের জেরে আপনি আর কী কী বিপদে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উপর আরও ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও অতিরিক্ত ট্যারিফ চাপানো হলো। এর ফলে ভারতের উপর আমেরিকার মোট শুল্ক দাঁড়াল ৫০%। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প, ফলে এখন মোট শুল্ক ৫০%।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই শুল্ক আরোপের প্রধান কারণ হলো রাশিয়া থেকে ভারতের তেল এবং সামরিক সরঞ্জাম কেনা। এর ফলে ভারতের পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে ৫০% হয়েছে। এই পদক্ষেপটি উভয় দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

এই নতুন শুল্ক আরোপের কারণগুলো নিচে দেওয়া হল:

রুশ তেলের ক্রয়: ট্রাম্প তার ঘোষণায় বলেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে, যা ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষিতে সমর্থনযোগ্য নয়। সামরিক সরঞ্জাম ক্রয়: ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার থেকে সামরিক সরঞ্জাম কিনছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগের কারণ।

fallbacks

আমদানির ওপর উচ্চ শুল্ক: ট্রাম্প অভিযোগ করেছেন যে ভারতের বাজারে মার্কিন পণ্যের ওপর শুল্ক অত্যন্ত বেশি, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্যহীন করে তুলেছে।

এই শুল্ক আরোপের ফলে ভারতের কিছু রফতানিমুখী খাত, যেমন বস্ত্র, চামড়া, রত্ন ও গয়না, এবং ইঞ্জিনিয়ারিং পণ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, ভারত সরকার এই পদক্ষেপের প্রভাব মূল্যায়ন করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

 

বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি। ভারতের তরফ থেকে এই খবরের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই দাবি সম্পুর্ণ অন্যায় ও অন্যায্য। ভারত এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। 

 

আরও পড়ুন: Trump Pakistan Trade Deal: ভারতকে মরতে বলে 'শয়তান' মুনিরের সঙ্গে গলায় গলায় ট্রাম্প! সেরে ফেললেন 'দুরন্ত' তেল-চুক্তি...

আরও পড়ুন: US India Trade relation: রাশিয়া'বন্ধু' ভারত! রাগে ২৫% গুঁতোর পর ২৪ ঘণ্টার মধ্যেই আবারও শুল্ক বাড়াবেন ট্রাম্প ...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

 

Read More