জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনে পরে যখন ওভাল অফিসে বিলিয়নিয়ার ইলন মাস্ক তাঁর নিজের ছোট ছেলে 'এক্স'কে নিয়ে গিয়েছিলেন। সেই সময় অদ্ভুত শব্দ করা থেকে নাক খুঁটতে খুঁটতে ৪ বছরের খুদে ট্রাম্পের রেজোলিউট ডেস্কের কাছে দাঁড়িয়ে ছিল। তারপরেই ট্রাম্প বদলে ফেললেন ১৪৫ বছরের বহু পুরনো রেজলিউট ডেস্কটিকে। যদিও সমস্ত বিষয়টি 'অস্থায়ী পরিবর্তন' বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: তুষারাবৃত শৃঙ্গ বেয়ে নামছে টগবগে ফুটন্ত 'আগুনে' স্রোত! 'ভয়ংকর সুন্দর' ভিডিয়ো...
হোয়াইট হাউসের মতে, রুথারফোর্ড বি. হেইস থেকে শুরু করে প্রতিটি প্রেসিডেন্ট এই ডেস্কটি ব্যবহার করেছেন, খালি ব্যবহার করেননি প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন, রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ড (১৯৬৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত)। এটি লক্ষ্য করা উচিত যে, রেজোলিউট ডেস্কটি প্রথমবারের মতো ১৯৬১ সালে ওভাল অফিসে ব্যবহার শুরু হয়েছিল প্রেসিডেন্ট জন এফ. কেনেডির অনুরোধে। এটি এখনও স্পষ্ট না যে, নাক খোঁচানোর ঘটনার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে।
পোস্টের সঙ্গে থাকা নোটে লেখা ছিল, “একজন প্রেসিডেন্ট নির্বাচনের পর ৭টি ডেস্কের মধ্যে একটিতে বসার সুযোগ পান। এই ডেস্কটি, ‘C&O,’ যা খুবই পরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ সহ অন্যান্যরা ব্যবহার করেছেন, তা বর্তমানে হোয়াইট হাউসে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে, কারণ রেজোলিউট ডেস্কটি কিছুটা সংস্কার করা হচ্ছে—যা একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি একটি সুন্দর, কিন্তু সাময়িক পরিবর্তন!”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)