জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ইউক্রেন-রাশিয়ার সংঘাতের সমাধান কোন পথে? 'তৃতীয় বিশ্বযুদ্ধ খুব দূরে নয়', সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে আশ্বাস, 'আমি প্রেসিডেন্ট থাকাকালীন সেটা হতে দেব না'।
৩ বছর পার। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে এখনও। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে এবার তত্পর ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াধে বৈঠক শুরু হয়েছে ওয়াশিংটন ও মস্কোর। সেই বৈঠকের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট বললেন, 'যুদ্ধ শেষ করার পথে দ্রুত এগোচ্ছেন তিনি। পৃথিবী শান্তি ফিরিয়ে আনতে চান। যেভাবে সবাইকে হত্যা করা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট তা দেখতে চায় না'।
ট্রাম্পের আরও বক্তব্য, 'মধ্যপ্রাচ্যে কত মৃত্যু ঘটছে! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কত মানুষ মারা যাচ্ছে! আমরা এটা শেষ করতে চলেছি। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কেউ-ই লাভবান হবে না এবং আমরা সেটা থেকে খুব দূরে নেই। যদি আর এক বছর প্রশাসন চালাত (প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন), তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখন আর সেটা হচ্ছে না'।
এর আগে, বুধবার সমাজমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিশানা করেন ট্রাম্প। তিনি লেখেন, 'তিনি নির্বাচন করাতে চাননি। তিনি একটা কাজেই ভাল ছিলেন। সেটা হচ্ছে বাইডেনকে বেহালার মতো বাজিয়ে যাওয়া। নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা একনায়ক হলেন জেলেনস্কি। তাঁর সরে যাওয়া ভাল। না হলে তাঁর যাওয়ার মতো কোনও দেশ থাকবে না'।
আরও পড়ুন: KFC: H5N1 ভাইরাস আতঙ্ক! ৯৫ বছরের ইতিহাস গোটাচ্ছে KFC?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)