Home> দুনিয়া
Advertisement

ঈশ্বরকে খুশি করতে মন্দির ধ্বংসে বিশ্বাসী জিহাদিরা, Bangladesh-হামলার নিন্দায় Tulsi

কুমিল্লায় দুর্গাপুজো মণ্ডপে হামলা দিয়ে শুরু হয়েছিল হাঙ্গামা। এরপর দুষ্কৃতীরা একাধিক মণ্ডপে হামলা করেছে। উপদ্রব হয়েছে নোয়াখালির ইস্কন মন্দিরে।

ঈশ্বরকে খুশি করতে মন্দির ধ্বংসে বিশ্বাসী জিহাদিরা, Bangladesh-হামলার নিন্দায় Tulsi

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনার নিন্দা করলেন প্রাক্তন মার্কিন কংগ্রেস সদস্য তুলসী গাবার্ড (Tulsi Gabbard)। হামলাকারীদের 'জিহাদি' বলে আক্রমণ করে তাঁর মন্তব্য,''বাংলাদেশের মন্দিরে ঈশ্বর ভক্তদের উপরে হিংসা ও ঘৃণা দেখে আমি ব্যথিত।''        

কুমিল্লায় দুর্গাপুজো মণ্ডপে হামলা দিয়ে শুরু হয়েছিল হাঙ্গামা। এরপর দুষ্কৃতীরা একাধিক মণ্ডপে হামলা করেছে। উপদ্রব হয়েছে নোয়াখালির ইস্কন মন্দিরে। এই ঘটনার নিন্দা করে ভিডিয়োবার্তায় তুলসী গাবার্ড (Tulsi Gabbard) বলেন,''জিহাদিরা বিশ্বাস করে, ভগবানকে খুশি করতে হলে মন্দিরকে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। প্রভুপাদের মূর্তিকেও রেয়াত করেনি। এটা বুঝিয়ে দেয় ওরা ঈশ্বর থেকে কতটা দূরে। ভগবান ভালোবাসা। তাঁর প্রকৃত ভক্তরা ভালোবাসা ছড়িয়ে দেন।''

শেখ হাসিনার সরকারকে তুলসীর বার্তা,''জিহাদি শক্তির ঘৃণা থেকে দেশের সংখ্যালঘু হিন্দু, খৃষ্ট্রান ও বৌদ্ধদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারকে।''

ইতিমধ্যেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন তাকে রেয়াত করা হবে না।

আরও পড়ুন- Farmer's Protests: অনির্দিষ্টকালীন রাস্তা আটকে বিক্ষোভ চলতে পারে না: Supreme Court

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More