Home> দুনিয়া
Advertisement

Pahalgam Terror Attack: বড় কূটনৈতিক জয় ভারতের! পহেলগাঁও কাণ্ডের পিছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, মানল আমেরিকা

US action on pahalgam terror attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী TRF-কে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করল আমেরিকা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এই ঘোষণা করা হয়। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ভারত।  

Pahalgam Terror Attack: বড় কূটনৈতিক জয় ভারতের! পহেলগাঁও কাণ্ডের পিছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, মানল আমেরিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডে(Pahalgam Terror Attack) বড় আপডেট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর(US Department of State) টিআরএফ(The Resistance Front)-কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও(US Secretary of State Marco Rubio) এক বিবৃতিতে জানান, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংগঠনটি ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। যেখানে ২৬ভারতীয়কে নৃংশসভাবে খুন করা হয়। 

আরও পড়ুন:Dilip Ghosh: 'পার্টি চায় না আমি যাই...', মোদীর সভায় না যাওয়ার কারণ নিয়ে বিস্ফোরক দিলীপ! 

আমেরিকা আরও জানায়, TRF, লস্কর-ই-তইয়বার-র একটি শাখা ও ছায়া সংগঠন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন (FTO) এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী (SDGT) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।  ২২ এপ্রিলের জঙ্গি হানার জন্য দায়ী এই সংগঠন। ২০০৮ সালে মুম্বই হামলার পর পহেলগাঁও সাধারণ নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা। TRF ভারতের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার দায়ও স্বীকার করেছে।

এই ঘোষণার মাধ্যমে আমেরিকা TRF-এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণের বার্তা দিয়েছে। মার্কিন বিদেশ দফতরের বিবৃতিতে বলা হয়, 'আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং পহেলগাঁওয়ের ঘটনায় ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এই পদক্ষেপ করা হচ্ছে।'

আরও পড়ুন:Bengal Weather Update: বৃষ্টির বিরতি! বাড়বে তাপমাত্রা, চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিতে নাজেহাল হবে বাংলা...

শুক্রবার ভারতের পক্ষ থেকে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। ভারত এটিকে ভারত-যুক্তরাষ্ট্র যৌথ সন্ত্রাসবিরোধী সহযোগিতার একটি 'দৃঢ় প্রতিশ্রুতি' হিসেবে বর্ণনা করেছে। 

 ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার দপ্তরকে TRF–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য ধন্যবাদ জানান। এবং এক্স হ্যান্ডেলে লেখেন, 'ভারত-যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী সহযোগিতার একটি শক্তিশালী প্রমাণ। TRF–কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (FTO) এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী (SDGT) হিসেবে চিহ্নিত করার জন্য @SecRubio এবং @StateDept-কে ধন্যবাদ। সংগঠনটি ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। সন্ত্রাসবাদের জন্য কোনো সহনশীলতা নয়। #OpSindoor।'

 

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More