Home> দুনিয়া
Advertisement

Pakistan: আমেরিকা দালালি করে, যুদ্ধ বাধিয়ে অস্ত্র বেচে, পয়সা কামায়: পাকিস্তান

Pakistan: এই প্রথম নয়, অতীতেও আমেরিকার বিরুদ্ধে বিষদগার করেছেন খাজা আসিফ। পহেলগাঁও হামলার পর স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাতকারে খাজা আসিফ বলে ফেলেন যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়। ওইসব কাজ পাকিস্তানকে করতে হচ্ছে টাকার জন্য

Pakistan: আমেরিকা দালালি করে, যুদ্ধ বাধিয়ে অস্ত্র বেচে, পয়সা কামায়: পাকিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুর থামিয়ে দিয়েছে আমেরিকা। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতের প্রত্যাঘাতে গুটিয়ে গিয়েছে পাকিস্তান। এবার বন্ধু ট্রাম্পকেই নিশানা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক সাক্ষাতকারে তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন আমেরিকার।

কী বলেছেন খাজা আসিফ? এক সাক্ষাতকারে খাজা আসিফ বলেন, আমেরিকা যুদ্ধ তৈরি করে। যুদ্ধ থেকে লাভ করে। তারপর ব্যাগ গুছিয়ে চলে যায়। গত একশো বছর তারা ওই কাজ করছে আসছে। খাজা আসিফের ওই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে।

ওই সাক্ষাতকারে খাজা আসিফ বলেন, 'গত ১০০ বছর আমেরিকা যুদ্ধ তৈরি করেছে। তারা এখনওপর্যন্ত ২৬০টি যুদ্ধে লড়াই করেছে। অন্যদিকে চিন লড়াছে মাত্র ৩টি যুদ্ধ। যুদ্ধ করেই টাকা আয় করছে আমেরিকা। তাদের মিলিটারি ইন্ডাস্ট্রি বিশাল। তাদের জিডিপির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে যুদ্ধ থেকে আয়। এই জন্যই তারা বিশ্বজুড়ে সংঘাত জিইয়ে রাখে।'

অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে তুরস্ক ও চিনের অস্ত্রে ভর করে লড়াই করেছে পাকিস্তান। চিনে তৈরি এইচকিউ ডিফেন্স সিস্টেম ডুবিয়েছে পাকিস্তানকে। গোটা দেশের এয়ার ডিফেন্স সিস্টেম বিকল হয়ে যাওয়ায় দাঁড়িয়ে মার খেয়েছে খাজি আসিফের দেশ। তাদের নুর খান এয়ায় বেস ধ্বংস করে দিয়েছে ভারত। তুরস্ক নিয়েও চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে ভারত।

আরও পড়ুন-এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম যৌনতা! ভাইরাল নেতার ভিডিয়ো...

আরও পড়ুন-তৃণমূলের প্রশংসায় 'কট্টর বিরোধী' বিকাশরঞ্জন! তাড়াতাড়ি মমতার পাশে বসবেন, দাবি বিজেপির...

এদিকে, এই প্রথম নয়, অতীতেও আমেরিকার বিরুদ্ধে বিষদগার করেছেন খাজা আসিফ। পহেলগাঁও হামলার পর স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাতকারে খাজা আসিফ বলে ফেলেন যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়। ওইসব কাজ পাকিস্তানকে করতে হচ্ছে টাকার জন্য। আসিফ বলেন, এই নোংরা জিনিস আমরা করে আসছি আমেরিকা ও পশ্চিমা বিশ্বের দেশগুলির জন্য। তিন দশক ধরে এসব চলছে। তবে ওই কথা বলার পর নিজেকে সামলে নেন আসিফ। তিনি বলেন, ওই কাজ করাই আমাদের ভুল। এর জন্য আমাদের ভুগতে হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More