জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হুঁশিয়ার দিয়েছে বারবার। তারপরেও ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি! ভারতীয় পণ্যের উপর এবার আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
আরও পড়ুন: Bangladesh Pakistan Relation: ঢাকা সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী, পুরনো হিসেব বুঝে নিতে চায় বাংলাদেশ!
ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানিয়েছেন, 'ভারত যে শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে, তা নয়। বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশির ভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। এ দিকে রাশিয়ার যুদ্ধপ্রক্রিয়া ইউক্রেনের কত মানুষের প্রাণ কাড়ছে, তার পরোয়াও করছে না ভারত। এই কারণেই আমি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বৃদ্ধি করব'।
এর আগে, গত বুধবারই ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি ঘোষণা করেন ট্রাম্প। বস্তুত, শি, রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে বলে জানিয়েছেন তিনি। কত টাকা? তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি। সোমবার ফের একই সুরে শুল্ক বৃদ্ধির হুমকি দিতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্টকে। যদিও কত বাড়তে পারে শুল্ক, সে বিষয়ে এ বারেও কিছু স্পষ্ট করেননি ট্রাম্প।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)