জি ২৪ ডিজিটাস ব্য়ুরো: ফের মার্কিন মুলুকে শ্যুটআউট। এবার নিশানায় ইসকনের মন্দির। উটাহ-র রাধাকৃষ্ণের মন্দির লক্ষ করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিতে মন্দিরের মূল ভবনের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত।
আরও পড়ুন: Petrol Price in Pakistan: পাকিস্তানে পেট্রোল ২৬৬ টাকা লিটার, আকাশ ছুঁল ডিজেলের দামও
মন্দির কমিটি জানিয়েছে, গত মাসে পর পর বেশ কয়েকদিন রাতে মন্দির লক্ষ করে গুলি চলে। কেউ হতাহত হননি। তবে গুলি লেগেছে মন্দিরের মূল ভবনের একাধিক অংশে। যেমন, প্রতীকী গম্বুজ, খিলান, এমনকী উপসনা কক্ষের জানালাতেও। ঘটনার তদন্ত করছে শেরিফের দফতর। জাতিবিদ্বেষের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জানা গিয়েছে, ১৪ জুন রাতে মন্দির লাগোয়া রেডিও স্টেশনের প্রথম গুলির আওয়াজ শুনতে পান সহ-প্রতিষ্ঠাতা ভাই ওয়ার্ডেন। তিনি ভেবেছিলেন, হয়তো স্থানীয় মানুষের বাজি ফাটাচ্ছেন। কিন্তু পরের দিব সকালে মন্দিরের দেওয়ালে গুলি চিহ্ন দেখা যায়। এরপর ২০ জুন রাতে সিসিটিভিতে মব্দির লক্ষ করে গুলি চালানোর ঘটনা ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মন্দির লাগোয়া মাঠে পাঁচিলের কাছে একটি গাড়ি থামে। সেই গাড়ি থেকে কেউ একটা গুলি চালায়। শেষে গাড়ি খুব দ্রুত গতিতে চলে যায়। কমপক্ষে ২০ রাউন্ড গুলি চালানো হয়। লক্ষ্য ছিল, মন্দিরের চূড়া ও ভক্তদের জমায়েতস্থল। মনে করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই এই গুলি। ১৯৯০ সালে আমেরিকার উটাহ প্রদেশের স্প্যানিশ ফর্ক এলাকায় এই রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করা হয়। হোলি উত্সব এই মন্দির বিখ্যাত। দেশের বহু বিভিন্ন প্রান্ত হাজার হাজার ভক্ত আসেন এই মন্দিরে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)