জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনের উপরে যেভাবে রাশিয়া হামলা চালাচ্ছে তাতে ইউক্রেন সমর্থকদের উপরে চাপ বাড়ছে। ওই সমর্থকদের দলে রয়েছে আমেরিকাও। সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে। তিনি রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কথা ঘোষণা করেছেন। মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছেন তিনি।
জনপ্রিয় এক টিভি চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।
হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন সব সময় খুব ভদ্র ব্যবহার করেন। কিন্তু শেষ পর্যন্ত তা নিরর্থক প্রমাণিত হয়। আমাদের ওপর অনেক বাজে চাপ দিচ্ছেন তিনি। তিনি অনেক মানুষ মেরে ফেলছেন—তার সৈন্যদেরও, ইউক্রেনের সৈন্যদেরও। আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।
আরও পড়ুন-আজই দুয়ে দুয়ে চার? দিল্লিতে দিলীপ ঘোষকে 'পার্টির বড় নেতা'র তলব!
আরও পড়ুন-চিহ্নিত অযোগ্যদের জন্য কেন সওয়াল! কমিশনকে কড়া প্রশ্ন হাইকোর্টের
এদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, ইউরোপ কখনো ছেড়ে যাবে না ইউক্রেনকে। তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি জোট গঠন করে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অস্ত্রের মজুত কমে আসায় ওয়াশিংটন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সক্ষমতার পর্যালোচনা চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থী হিসেবে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও পুতিনের সঙ্গে কয়েকবার ফোনালাপ করেও হামলা থামাতে পারেননি।
মঙ্গলবার রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন নতুন আলোচনার তারিখ প্রস্তাব করার অপেক্ষায় রয়েছে মস্কো। তিনি বলেন, আশা করি খুব তাড়াতাড়ি আলোচনার দিন ঠিক হবে। তখন আমরা ঘোষণা করে দেব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)