জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাংককের (Bangkok) একটি জনপ্রিয় তাজা খাবারের বাজারে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের (Gunman) হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। জানা গেছে, এই হামলা জনপ্রিয় 'অর তোর কোর' মার্কেটে (Or Tor Kor Market) হয়েছে। এটি চাতুচাক মার্কেট (Chatuchak Market) থেকে অল্প দূরে অবস্থিত। চাতুচাক মার্কেট ব্যাংককের একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং প্রতি সপ্তাহান্তে এখানে প্রচুর ট্যুরিস্ট (Popular Tourist spot) আসে।
ঘটনার সূত্রপাত:
পুলিসের মতে, একজন অজ্ঞাত বন্দুকধারী বাজারে চারজন নিরাপত্তা রক্ষী ও একজন মহিলাসহ মোট পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করে। বাজারের একটি দোকানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ শুরু হতেই মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে।
দোকানের ভিডিয়ো:
আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, যাকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে, একটি হ্যান্ডগান হাতে বাজারের প্রবেশদ্বার থেকে একটি গাড়ি পার্কের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছেন।
পুলিসি তদন্ত:
পুলিস ঘটনার উদ্দেশ্য তদন্ত করছে। ব্যাংককের ব্যাং সু জেলার উপ-পুলিস প্রধান Worapat Sukthai, যেখানে ঘটনাটি ঘটেছে, সংবাদ সংস্থা AFP-কে বলেছেন, 'এখন পর্যন্ত এটি একটি গণ গুলিবর্ষণের ঘটনা।' তিনি আরও জানান যে, সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর পর আত্মহত্যা করেছে এবং পুলিস তাকে শনাক্ত করার চেষ্টা করছে। এছাড়াও, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘর্ষের সাথে এর কোনো সম্ভাব্য যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গণ গুলিবর্ষণের ঘটনা থাইল্যান্ডে অস্বাভাবিক নয়, যেখানে বন্দুক নিয়ন্ত্রণ আইন শিথিল হওয়ায় আগ্নেয়াস্ত্র তুলনামূলকভাবে সহজেই পাওয়া যায়।
ঠিক কী ঘটেছে?
পুলিসের মতে, মার্কেটে এক অজ্ঞাত বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করে, যার মধ্যে চারজন নিরাপত্তা রক্ষী এবং একজন মহিলা, তারপর নিজেই আত্মহত্যা করে। মার্কেটের একটি দোকানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, গুলির শব্দ শুরু হতেই মানুষজন নিজেদের বাঁচাতে ছোটাছুটি করছে।
অন্য একটি ভিডিয়োতে, একজন ব্যক্তি, যাকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে, একটি হ্যান্ডগান নিয়ে মার্কেটের প্রবেশদ্বার থেকে একটি গাড়ি পার্কের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছেন।
BREAKING:
— Conflict Spot (@conflictspot) July 28, 2025
Death toll rises to 6, including shooter, and 3 others injured in mass shooting at Or Tor Kor market (อตก) in Bangkok, Thailand. https://t.co/JH1UhHL5L6 pic.twitter.com/AzkKKPiJDF
Bodies strewn across street as crazed 'mass shooter' filmed gun in hand
— RT (@RT_com) July 28, 2025
Multiple fatalities pic.twitter.com/VXJfGhVDc1
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)