Home> দুনিয়া
Advertisement

মহিলার মৃতদেহের চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ

রাত্রিবেলা চিনের একটি হাসপাতালে এক মহিলার মৃতদেহ শায়িত ছিল হাসপাতালেরই বিছানায়। আর ওই হাসপাতালেরই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এই 'চাঞ্চল্যকর' ব্যাপারটা।

মহিলার মৃতদেহের চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ

ওয়েব ডেস্ক: রাত্রিবেলা চিনের একটি হাসপাতালে এক মহিলার মৃতদেহ শায়িত ছিল হাসপাতালেরই বিছানায়। আর ওই হাসপাতালেরই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এই 'চাঞ্চল্যকর' ব্যাপারটা।

ভিডিওয় দেখা যাচ্ছে যে মৃতদেহ থেকে একটা ছায়ার মত আবছা, কিন্তু সিসিটিভি ফুটেজে বেশ ভালই স্পষ্ট, একটা অবয়ব উঠে বেড়িয়ে যাচ্ছে। যেন মনে হচ্ছে মৃতদেহ ছেড়ে উড়ে যাচ্ছে।

আরও পড়ুন- OMG! ট্যাক্সির মধ্যে দুই অর্ধনগ্ন মহিলার চুলোচুলি দেখুন

শোনা যাচ্ছে এটা নাকি ২০১৪ সালের ঘটনা। তবে চিনের কোন হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে সেটা জানা যায়নি। তবে সে যাই হোক এই ধরনের একটা ভিডিও দেখলে আপনার গা ছমছম করতে বাধ্য। ভিডিওটিতে ঠিক যে রকম সেই ভাবেই আপনাদের সামনে তুলে দেওয়া হল। সিসিটিভি ফুটেজকেই তো আজকাল প্রামাণ্য ধরা হয়, তাই দেখে নিন এই হাড় হিমকরা ভিডিওটি-

 

আরও পড়ুন- ধুমমম, এক লহমায় ওড়ানো হল ঐতিহ্যের ব্রিজ

Read More