Home> দুনিয়া
Advertisement

Volodymyr Zelenskyy Vs Donald Trump: ট্রাম্পের সঙ্গে বৈঠকে তীব্র অপমান জেলেনেস্কিকে, সমঝোতা করতে চাপ, জুটল না খাবারও!

Volodymyr Zelenskyy Vs Donald Trump: জেলেনেস্কির পোশাক নিয়ে কটাক্ষ করা হয়। তিনি স্য়ুট পরে আসেননি বলে তাঁকে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প

Volodymyr Zelenskyy Vs Donald Trump: ট্রাম্পের সঙ্গে বৈঠকে তীব্র অপমান জেলেনেস্কিকে, সমঝোতা করতে চাপ, জুটল না খাবারও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তীব্র অপমান করা হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। তুমুল বাগবিতণ্ডা হল দুই নেতার মধ্যে। একটা সময়ে  বৈঠকের মাঝপথেই জেলেনেস্কিকে ওভাল অফিস থেকে চলে যেতে বলা হয়। দুই দেশের মধ্যে কোনও চুক্তি হয়নি। আপ্যায়নও করা হয়নি জেলেনস্কিকে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে লড়াই থামাতে সমঝোতা করতে চাপ দেওয়া হয় ইউক্রেনের রাষ্ট্রপতিকে।

আরও পড়ুন-পানাগড়কাণ্ডে নয়া মোড়, চন্দননগর থানায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার মা

বৈঠকের পর সমাজমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লেখেন, "ধন্যবাদ আমেরিকা, আমাদের সমর্থন ও সহায়তার জন্য। কৃতজ্ঞতা জানাই প্রেসিডেন্ট, কংগ্রেস এবং জনগণের প্রতি। ইউক্রেনের শান্তি প্রয়োজন, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।"

বৈঠকের আগেই জেলেনেস্কির পোশাক নিয়ে কটাক্ষ করা হয়। তিনি স্য়ুট পরে আসেননি বলে তাঁকে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে জেলেনেস্কিকে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে আপনি জিতবেন না। আপনি হয় রাশিয়ার সঙ্গে সন্ধি করুন নয়ত মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাবে আমেরিকা। আমরা না থাকলে আপনারা ২ সপ্তাহরও বেশি টিকতে পারতেন না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সে লিখেছেন, "রাশিয়া অবৈধ ও অন্যায়ভাবে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে। ইউক্রেনের জনগণ সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কানাডা সর্বদা পাশে থাকবে।"

শুক্রবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের একপর্যায়ে ট্রাম্প এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেন, (রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে) যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে তার জন্য জেলেনস্কি যথেষ্ট ‘কৃতজ্ঞতা প্রকাশ’ করেননি।

এ নিয়ে উভয় পক্ষের বাগ্‌বিতণ্ডার পর জেলেনস্কি ও তাঁর প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় বলে জানিয়েছেন ট্রাম্পের প্রেসসচিব। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘যখন তিনি (জেলেনস্কি) শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More