জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেক্সাসের পর এবার নিউ মেক্সিকো (New Mexico Flash Flood)। ভয়ংকর হড়পা বান। রাক্ষুসে জলের স্রোত। দানবীয় সেই জলের তোড় ভাসিয়ে নিয়ে গেল আস্ত একটা বাড়িকেই।
নিউ মেক্সিকোতে হড়পা বানের জেরে আকস্মিক বন্যা। আর তাতেই বিধ্বস্ত জনজীবন। মর্মান্তিক এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রবল জলরাশি বাড়িঘর, গাছপালা, গাড়ি সব ভাসিয়ে নিয়ে চলেছে। এই পরিস্থিতিতে স্থানীয় মেয়র সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। নিউ মেক্সিকোর রুইডোসো গ্রামে আকস্মিক এই বন্যার জেরে ইতিমধ্যেই কিছু লোক নিখোঁজ। আহত ও মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
রুইডোসো দক্ষিণ নিউ মেক্সিকোর একটি পাহাড়ি গ্রাম। যা আলবুকার্ক থেকে আরও প্রায় ঘণ্টা তিনেক দূরত্বে দক্ষিণে অবস্থিত। ইতিমধ্যেই স্থানীয়দের নিরাপদ উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। টেক্সাসের পর মেক্সিকোতেও অত্যধিক বৃষ্টির জেরেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখুন মেক্সিকোতে হড়পা বানের সেই ভয়ংকর ভিডিয়ো-
প্রসঙ্গত হড়পা বানের তাণ্ডবে টেক্সাসের চারদিকে এখন ধ্বংসচিহ্ন (Texas Flood)। সেখানে রাক্ষুসে জলের তোড় মাত্র ১০ মিনিটের মধ্যে গিলে খেয়ে নেয় একটা গোটা ব্রিজকে। অত্যধিক বৃষ্টিপাতের জেরে হঠাৎই গুয়াদালুপে নদীর জল বেড়ে যায়। ৪৫ মিনিটের মধ্যে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরেই ধ্বংসাত্মক রূপ নেয় নদী। ইতিমধ্যে হড়পা বানে টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১০৪। মৃতদের মধ্যে ২৮ জন শিশুও রয়েছে। হড়পা বান ও ভূমিধসের জেরে মৃত্যুপুরী টেক্সাস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)