জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় এক সপ্তাহ ধরেই জনসমক্ষে অনুপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি (Supreme Leader Ayatollah Ali Khamenei)। এর মধ্যে তিনি কোনো ভাষণ বা বার্তাও দেননি। অথচ দেশ গভীর সংকটে। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে অনেকগুলি দিন যুদ্ধ হয়ে গেল। আমেরিকা পর্যন্ত হামলা করে দিল। তা হলে তিনি কোথায়? যুদ্ধ থামানোর দাবি করে ট্রাম্পই (US President Donald Trump) সব ক্ষীর খেয়ে চলে যাবেন?
কোথায় তিনি?
খামেইনির অনুপস্থিতির সময়েই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এর পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছয়-- যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। আর এই পুরো সময়টায় খামেইনি অনুপস্থিত! সরকারি কর্মকর্তারা বলছেন, তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যাচেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন।
কিন্তু সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয়, রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।
গোপন যোগাযোগে?
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সেই দেশের প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেইনি-ই। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপেও তাঁর অনুমোদন অত্যাবশ্যক। তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে খামেইনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না বা তাঁর সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আদৌ বেঁচে আছেন তো?
আর এই সার্বিক নীরবতাই জন্ম দিচ্ছে নানা প্রশ্নে, নানা জল্পনার। সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলিতে খামেইনির ভূমিকা কতটুকু? তাঁর কাছে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে কি? তিনি কি এখনও দেশ-পরিচালনায় সক্রিয়? তিনি কি অসুস্থ? আহত? আর সব চেয়ে বড় প্রশ্ন-- আদৌ বেঁচে আছেন কি? ইরানের নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেইনিকে হত্যার চেষ্টা চালাতে পারে। তাই তাঁর নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইরের দুনিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় বন্ধ। শোনা যাচ্ছে, আশুরার, মানে, মহরমের আগেও যদি খামেইনিকে দেখা না যায়, তাহলে তা হবে খারাপ সংকেত। তাঁকে অবশ্যই জনসমক্ষে আসতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)