Home> দুনিয়া
Advertisement

India Pakistan War: সন্ত্রাসী হামলার অস্ত্র সরবরাহই নয় করেছে আরও ভয়ংকর কাজ! 'সিঁদুরে' খতম মোস্ট ওয়ান্টেড' মহম্মদ হাসান খান...

Who was Mohammad Hassan Khan: গোটা বিশ্বের মধ্যে কুখ্যাত জঙ্গি মহম্মদ হাসান খান। ৭ মে অপারেশন সিঁদুরে তাকে খতম করে ভারতীয় সেনা।

India Pakistan War: সন্ত্রাসী হামলার অস্ত্র সরবরাহই নয় করেছে আরও ভয়ংকর কাজ! 'সিঁদুরে' খতম মোস্ট ওয়ান্টেড' মহম্মদ হাসান খান...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ২২ এপ্রিল কাশ্মীমের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা (Pahalgam Attack)। ধর্ম যাচাই করে পর্যটকদের খুন করে জঙ্গিরা। সেই হামলার বদলায় ৭ মে গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। প্রিসিশন অ্যাটাকে (Precision Attack) গুঁড়িয়ে দেয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। যারমধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) ও লস্কর-ই-তইবার সদর দফতর। তাদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদের কুখ্য়াত সন্ত্রাসী মহম্মদ হাসান খানও (Mohammad Hassan Khan)।

আরও পড়ুন, India Pakistan War: খতরনাক দুসমন মুদস্সর! পাকিস্তানে ঢুকে ভারত মেরেছে জঙ্গি স্কুলের হেডমাস্টারকে...

জইশের সন্ত্রাসী মহম্মদ হাসান খান কে?

মহম্মদ হাসান খান জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। পাক অধিকৃত কাশ্মীরে (POK) জইশ-ই-মহম্মদের অপারেশনাল কমান্ডার মুফতি আজহার খান কাশ্মীরি ছেলে। সে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেবল এই হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছে তাইই নয়, নিজেও বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। মহম্মদ হাসান খান সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে যে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায়ও অন্তর্ভুক্ত ছিল।

পাকিস্তানে সন্ত্রাসীদের গার্ড অফ অনার দেওয়া হয়েছে

সন্ত্রাসীদের শেষকৃত্যের একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিয়োতে মাসুদ আসগরকে অনেক পাকিস্তানি সেনা এবং অফিসারদের সঙ্গে দেখা যাচ্ছে। এই সন্ত্রাসীদের গার্ড অফ অনার প্রদান করতেও দেখা যাচ্ছে। জেনে রাখা প্রয়োজন, শহীদ সৈন্যদের গার্ড অফ অনার দেওয়া হয়। এমন পরিস্থিতিতে, এই ভিডিয়োর মাধ্যমে স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে পাকিস্তান এই সন্ত্রাসীদের শহীদ সৈনিক হিসেবে দেখে, যা নিন্দনীয়।  

আরও পড়ুন, India Pakistan War: পাকিস্তানকে জোর ধমক মার্কিন যুক্তরাষ্ট্রের! পাক সেনাপ্রধানকে কড়া বার্তা আমেরিকার! 'উত্তেজনা কমান! এসব কী চলছে?'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More