Home> দুনিয়া
Advertisement

India Pakistan War: খতরনাক দুশমন মুদস্সর! পাকিস্তানে ঢুকে ভারত মেরেছে জঙ্গি স্কুলের হেডমাস্টারকে...

Who was Mudassar Khadian Khas: গোটা বিশ্বের মধ্যে কুখ্যাত জঙ্গি মুদস্সর বা আবু জুন্দল। ৭ মে অপারেশন সিঁদুরে তাকে খতম করে ভারতীয় সেনা।

India Pakistan War: খতরনাক দুশমন মুদস্সর! পাকিস্তানে ঢুকে ভারত মেরেছে জঙ্গি স্কুলের হেডমাস্টারকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ ভারতীয়কে ঠান্ডা মাথায় হাড়হিম হত্যা করা হয়। মহিলাদের মাথায় সিঁদুর দেখে তাদের স্বামীদের গুলি করা হয়। আর তাদের বলা হয়, 'গিয়ে মোদীকে বল।' সেই জঙ্গি হামলার পর প্রতিবাদে ফুঁসছিল গোটা দেশ। আর তারই যোগ্য জবাব দিয়েছে ভারত। ৭ মে মধ্যরাতে অপারেশন সিঁদুরে হাহাকার পরিস্থিতি পড়ে যায় পাকিস্তানে। ৯ জঙ্গি ঘাঁটি একেবারে ধুলিসাত্‍ করে ভারতীয় সেনা। আর তার সঙ্গেই নিকেশ হয় পাকিস্তানের ৫ কুখ্যাত জঙ্গি। তাদেরই মধ্যে একজন মুদস্সার খাদিয়ান খাস। যে মুদস্সার বা আবু জুন্দল নামেও পরিচিত।

fallbacks

কে এই মুদস্সার বা আবু জুন্দল?

লস্কর-ই-তৈয়বার দলের একজন। এছাড়াও সে মারকাজ তৈয়বার দায়িত্বে ছিল।

আবু জুন্দলের শেষকৃত্য...

ভারতের প্রত্যাঘাতে মুদস্সারকে খতম করার পর শেষকৃত্যে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। শুধু তাই নয়, সেখানে পাক সেনাপ্রধান এবং পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী (মারিয়ম নওয়াজ)-এর পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। তার শেষকৃত্য হয় পাকিস্তানের এক সরকারি স্কুলে। শেষকৃত্যটি নেতৃত্ব দেয়  JuD-এর সদস্য এবং বিশ্ব কুখ্যাত জঙ্গি হাফিজ আবদুল রউফ। পাক সেনাবাহিনীর একজন বর্তমান কর্মরত লেফটেন্যান্ট জেনারেল এবং পাক পঞ্জাব পুলিসের আইজিও হাজির ছিল। তার দেহের উপর জড়ানো ছিল পাক পতাকা।

আরও পড়ুন:India Pakistan War: 'বর্বর, মিথ্যুক পাকিস্তানের নোংরামি! ভারত কখনোই ইচ্ছে করে নিরীহ মানুষ মারবে না...'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More